নেপালে বড় দুর্ঘটনা, ৪০ জন ভারতীয় বোঝাই বাস পড়ল নদীতে

শুক্রবার বড়সড় দুর্ঘটনা ঘটে গেল নেপালে (Nepal)। ভারতীয় পর্যটক বোঝাই বাস নদীতে পড়ে গেল। শুক্রবার নেপালের পোখারা থেকে কাঠমান্ডুগামী বাসটি নদীতে পড়ে যায়। বাসটিতে ৪০…

শুক্রবার বড়সড় দুর্ঘটনা ঘটে গেল নেপালে (Nepal)। ভারতীয় পর্যটক বোঝাই বাস নদীতে পড়ে গেল। শুক্রবার নেপালের পোখারা থেকে কাঠমান্ডুগামী বাসটি নদীতে পড়ে যায়। বাসটিতে ৪০ জন ভারতীয় ছিলেন।

ঘটনাটি নেপাল পুলিশ নিশ্চিত করেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ৪০ জন আরোহী নিয়ে একটি ভারতীয় যাত্রীবাহী বাস তানাহুন জেলার মার্সিয়াংদি নদীতে পড়ে গেছে। জেলা পুলিশ অফিসের ডিএসপি দীপকুমার রায়া বলেন, ‘ইউপি এফটি ৭৬২৩ নম্বর প্লেটযুক্ত বাসটি নদীতে পড়ে গিয়েছে।’ ঘটনাটিকে ঘিরে তীব্র চাঞ্চল্য চড়িয়েছে।

   

ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছে নেপাল সেনাবাহিনী সহ বহু উদ্ধারকারী দল। তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। এদিকে আহত যাত্রীদের হাহাকার শোনা যাচ্ছে।  

 

অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এদিকে আরও জানা যাচ্ছে, আর্মড পুলিশ ফোর্স নেপাল ডিজাস্টার ম্যানেজমেন্ট ট্রেনিং স্কুলের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) মাধব পাউডেলের নেতৃত্বে ৪৫ জন সশস্ত্র পুলিশ সদস্যের একটি দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার কাজ চালাচ্ছে। উত্তরপ্রদেশ থেকে আসা বাসটি পোখারা থেকে কাঠমান্ডু যাচ্ছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা। কিন্তু কেউ হয়তো ভাবতে পারেননি, ঘুরতে গিয়ে এমন বিপত্তি ঘটবে।