কাঠমান্ডু: নেপালের (Nepal) মন্ত্রীসভাকে নতুন করে সাজাচ্ছেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কারকি (Sushila Karki)। রক্তক্ষয়ী জেন-জি সংরামের পর দুর্নীতিমুক্ত, সৎ, দেশপ্রেমিকদের বেছে বেছে মন্ত্রীসভায় বসাচ্ছেন নবনিযুক্ত অন্তর্বর্তী প্রধান কারকি। এর আগে কূলমন ঘিসিং সহ তিনজনকে মন্ত্রকের দায়িত্ব দিয়েছিলেন তিনি। এবার রবিবার আরও ৭ জনকে বিভিন্ন মন্ত্রকের দায়িত্ব তুলে দিতে পারেন নেপালের অন্তর্বর্তী প্রধান।
রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের কার্যালয়ের তরফে এই কথা জানানো হয়েছে। যদিও এখনও পর্যন্ত কারা কোন মন্ত্রক পেতে চলেছেন তা জানা যায়নি। এদিন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ মন্ত্রী কূলমন ঘিসিং-এর সঙ্গে দেখা করেছেন নেপালের ভারতীয় দূত নবীন শ্রীবাস্তব।
ঘিসিং বলেন, “নেপালের অবকাঠামো এবং জ্বালানি খাতে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং আমরা সেই সহযোগিতা আরও জোরদার করার জন্য উন্মুখ”। বৃহস্পতিবার কারকির সঙ্গে প্রথমবার ফোনালাপ হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নেপালের দ্রুত শান্তি এবং সার্বিক উন্নয়নের আশা প্রকাশ করে নেপালের পাশে থাকার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
কূলমন ঘিসিং সহ ৩ জন আগেই মন্ত্রীসভার দায়িত্ব পেয়েছিলেন
১৫ সেপ্টেম্বর বিদ্যুৎ মন্ত্রকের দায়িত্বভার নেপালের প্রাক্তন ইলেকট্রিকাল অথোরিটির প্রধান কূলমন ঘিসিং-এর হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি, স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্বে বরিষ্ঠ আইনজীবী ওম প্রকাশ আরিয়াল এবং প্রাক্তন অর্থসচিব রামেশ্বর খানালের দায়িত্বে অর্থমন্ত্রক তুলে দেন অন্তর্বর্তী প্রধান সুশীলা কারকি।
নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা
নেপালের অন্তর্বর্তী প্রধান হিসেবে শপথ নেওয়ার পর এক্স-এ শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কারকির প্রায় এক সপ্তাহ নেপালের দায়িত্ব সামলানোর পর তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করেন মোদী। নেপালের শান্তি, সমৃদ্ধি এবিং দ্রুত উন্নয়নে ভারত সর্বদা সহায়তা করবে বলে ফের উল্লেখ করেন নরেন্দ্র মোদী। সেইসঙ্গে, ৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া চারদিন ব্যাপী সংঘর্ষে যারা মারা গিয়েছেন তাঁদের আত্মার শান্তিকামনা করেছেন তিনি।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
