Attack on Israel: মুক্তির নামে ‘গণহত্যা’ হামাসের, ইজরায়েলি বাদে ১০০ ভিনদেশির মৃত্যু তালিকা

ইজরায়েল ও প্যালেস্টাইনের দশকের পর দশক চলা দ্বন্দ্বে গত শনিবার হামলা (Attack on Israel) করেছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠি হামাস। ইজরায়েল হয়েছিল রক্তাক্ত। ইজরায়েলের অতি আলোচিত…

short-samachar

ইজরায়েল ও প্যালেস্টাইনের দশকের পর দশক চলা দ্বন্দ্বে গত শনিবার হামলা (Attack on Israel) করেছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠি হামাস। ইজরায়েল হয়েছিল রক্তাক্ত। ইজরায়েলের অতি আলোচিত সুরক্ষা বলয় ভেঙে প্রকাশ্যে গণহত্যা সংঘটিত করেছিল হামাস। গাজা ভূখণ্ডের শাসক হামাস সংগঠনের উপর এবার প্রত্যাঘাত করছে ইজরায়েল। এই হামলাতেও বহু নিরীহ ফিলিস্তিনির মৃত্যু হচ্ছে। ইজরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষের মাঝে বহু ভিনদেশি নিহত। এমনই ভিনদেশিদের তালিকা প্রকাশ করেছে AFP সংবাদ সংস্থা।

   

সংবাদ সংস্থা AFP ও BBC-এর সংবাদে উঠে এসেছে, হামাসের হামলায় নিহত বিভিন্ন দেশের নাগরিকদের তালিকা। মৃত সর্বাধিক বিদেশি নাগরিকদের তালিকায় আছে মার্কিন যুক্তরাষ্ট্র। এক নজরে নিহতদের তালিকা
মার্কিন যুক্তরাষ্ট্র:২৭ জন নিহত
থাইল্যান্ড: ২৪ জন নিহত
ফ্রান্স: ১৫ জন নিহত
নেপাল: ১০ জন নিহত
আর্জেন্টিনা: ৭ জন নিহত
ইউক্রেন: ৭ জন নিহত
রাশিয়া: ৪ জন নিহত
ইংল্যান্ড: ৪ জন নিহত
চিলি: ৪ জন নিহত
অস্ট্রিয়া: ৩ জন নিহত
বেলারুশ: ৩ জন নিহত
কানাডা: ৩ জন নিহত
চিন: ৩ জন নিহত
ফিলিপিন্স: ৩ জন নিহত
ব্রাজিল: ৩ জন নিহত
পেরু: ২ জন নিহত
রোমানিয়া: ২ জন নিহত

অস্ট্রেলিয়া, আজারবাইজান, কম্বোডিয়া, আয়ারল্যান্ড, পর্তুগাল, স্পেন, সুইজারল্যান্ড, কলম্বিয়া, প্যারাগুয়ে: ১ জন নিহত

জার্মানি, মেক্সিকোর বহু নগরিক পণবন্দি। ইতালি, প্যারাগুয়ে, শ্রীলঙ্কা, তানজানিয়ার বহু নাগরিক নিখোঁজ।