সুনিতা উইলিয়ামসকে বাঁচাতে মাত্র ১৪ দিন হাতে রইল নাসার, নইলে…

নভোচারী সুনিতা উইলিয়ামস (Sunita Williams)-কে নিয়ে যেন আতঙ্ক কাটতেই চাইছে না। বর্তমানে তিনি এবং অপর এক নভোচারী স্পেসে আটকে রয়েছেন। তাঁদের কবে উদ্ধার করা হবে সেই নিয়ে উঠছে প্রশ্ন। এরই মাঝে এক চমকপ্রদ খবর প্রকাশ্যে উঠে এল। জানা যাচ্ছে, নাসা কাছে নাকি আর মাত্র ১৪ দিন সময় রয়েছে সুনিতা উইলিয়ামসকে স্পেস থেকে মাটিতে ফিরিয়ে আনা।

ভারতীয় বংশোদ্ভূত নভোচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর গত দুই মাস ধরে মহাকাশে আটকে রয়েছেন। বোয়িং স্টারলাইনার মহাকাশযানে কারিগরি সমস্যার কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে ফিরতে পারেননি এই নামী দুই নভোচারী। গত ৫ জুন দুই নভোচারীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিয়ে যায় বোয়িং স্টারলাইনার। ১৩ জুন স্টারলাইনার যখন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছায়, তখন গাড়ির থ্রাস্টার ও হিলিয়াম সিস্টেমে সমস্যা দেখা দেয়।

   

প্রাথমিকভাবে এক সপ্তাহের মিশন শেষে পৃথিবীতে ফেরার কথা থাকলেও সমস্যার কারণে দুজনেই আর দেশে ফিরতে পারেন না। সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোর আটকে পড়েছেন বেশ কয়েকদিন হয়ে গেছে এবং এখন নাসার কাছে তাদের ফিরিয়ে আনতে এবং সমস্যা সমাধানের জন্য মাত্র ১৪ দিন বাকি রয়েছে। কারণ, এর পরেই আসবে ক্রু-৯ মিশন। সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর ২০২৪ সালের ৫ জুন ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে উড়ে গিয়েছিলেন।

নাসার ক্রু-৯ মিশন আসার পর সুনীতা ও তাঁর সঙ্গীকে বাঁচানো আরও কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্রু-৯ মিশন চালু হওয়ার সঙ্গে সঙ্গে স্টারলাইনারটি আইএসএস-এ যোগ দেওয়ার আগে ডকিং বন্দর থেকে সরিয়ে ফেলতে হবে। এতে নাসার কাজ আরও কঠিন হয়ে পড়বে। ফলে এই ১৪ দিনের মধ্যে নাসাকে ওই দুজনকে ফিরিয়ে আনার জন্য কিছু না কিছু করতেই হবে। 

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন