‘ইউনূস পাকিস্তানি’: রাষ্ট্রসংঘে তুমুল বিক্ষোভ প্রবাসী বাংলাদেশিদের

muhammad yunus bangladesh protest

নিউইয়র্ক: নিউইয়র্কের রাষ্ট্রসংঘ সদর দফতরের সামনে প্রবল বিক্ষোভ প্রবাসী বাংলাদেশিদের। মূলত শেখ হাসিনার সমর্থক এই বিক্ষোভকারীরা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তাঁদের অভিযোগ, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় অভূতপূর্ব নির্যাতনের মুখে, আর এর নেপথ্যে ইউনূস সরকারের নীরব সম্মতি।

Advertisements

সংখ্যালঘুের উপর নির্যাতন

বিক্ষোভে শ্লোগান ওঠে, “ইউনূস পাকিস্তানি, পাকিস্তানে ফিরে যাও”। ভিড়ের হাতে ধরা প্ল্যাকার্ডে লেখা, “বাংলাদেশে সংখ্যালঘু হত্যা বন্ধ করো”, “বাংলাদেশে ইসলামি জঙ্গিবাদ রুখো”। এক বিক্ষোভকারী সংবাদমাধ্যমকে জানান, “৫ অগাস্ট ২০২৪-এর পর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। সেই শূন্যতায় বেআইনিভাবে ক্ষমতা দখল করেন ইউনূস। তারপর থেকেই হিন্দু সহ সংখ্যালঘুদের উপর অমানবিক হামলা শুরু হয়েছে।”

অন্য আরেকজনের অভিযোগ, “বাংলাদেশে হিন্দুরা ক্রমশ দেশ ছেড়ে পালাচ্ছেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আজ আমাদের বিদেশে দাঁড়িয়ে আওয়াজ তুলতে হচ্ছে। ইউনুসকে ক্ষমতা ছেড়ে অবিলম্বে নির্বাচনের পথ খুলতে হবে।”

আধা-তালিবানি রাষ্ট্র muhammad yunus bangladesh protest

বিক্ষোভস্থলে আরও গুরুতর অভিযোগ শোনা যায়, মহম্মদ ইউনূস বাংলাদেশকে ধীরে ধীরে “আধা-তালিবানি রাষ্ট্রে” পরিণত করছেন। প্রাক্তন ইস্কন পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি তোলা হয়, যিনি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হয়ে এখনও জামিন পাননি।

Advertisements

বিক্ষোভকারীদের অভিযোগ, “ইউনূস ইসলামপন্থী শক্তি ও জঙ্গি সংগঠনগুলির সঙ্গে আঁতাত করেছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ একদিকে গণতান্ত্রিক ভিত্তি হারাচ্ছে, অন্যদিকে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের উপর নির্যাতন তীব্র হচ্ছে।”

প্রসঙ্গত, শুক্রবারই রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন মহম্মদ ইউনূস। গত বছরের যুব-আন্দোলনের পর শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটে। সেই ক্ষমতার পালাবদলের পর এটি তাঁর দ্বিতীয় বক্তব্য। অথচ রাষ্ট্রসংঘের ভেতরে ভাষণ দিলেও, বাইরে দাঁড়িয়ে তাঁকে ঘিরে গর্জে ওঠে প্রবাসী বাংলাদেশিদের ক্ষোভ।