প্রচণ্ড গরমে মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে ৫০০! হাহাকার অবস্থা হজযাত্রীর

পারদ ছাড়িয়েছে পঞ্চাশের উপর। প্রচণ্ড গরমে এখনও পর্যন্ত মৃত্যু সংখ্যা ৫০০। পরিস্থিতি এতটাই খারাপ যে মর্গে মৃতদেহ রাখার জায়গা হচ্ছে না। ছড়াচ্ছে দুর্গন্ধ। হজ যাত্রায়…

Mecca

পারদ ছাড়িয়েছে পঞ্চাশের উপর। প্রচণ্ড গরমে এখনও পর্যন্ত মৃত্যু সংখ্যা ৫০০। পরিস্থিতি এতটাই খারাপ যে মর্গে মৃতদেহ রাখার জায়গা হচ্ছে না। ছড়াচ্ছে দুর্গন্ধ। হজ যাত্রায় গিয়ে এখনও পর্যন্ত মৃত্যু মিছিলের খবর সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক।

সংবাদ সংস্থা এএফপিকে সূত্রে জানা গিয়েছে, মৃত ৫৫০ পুণ্যার্থীর মধ্যে বেশিরভাগই মিশরের। হজে এসে গরমের কারণে অসুস্থ হয়ে মিশরের কমপক্ষে ৩৩০ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি পদপিষ্ট হয়েও মিশরের এক নাগরিকের মৃত্যু হয়। পাশাপাশি জর্ডনের অন্তত ৬০ জন নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখানকার সবচেয়ে বড় মর্গ আল মুয়াইজেম। মৃতদেহের ভিড়ে তা কার্যত ভরে গিয়েছে। সময় যত গড়াচ্ছে পরিস্থিতি আরও গুরুতর আকার নিতে শুরু করেছে। অসুস্থ হয়ে পড়েছেন আরও কয়েক হাজার মানুষ। গরমের পাশাপাশি আরও একাধিক কারণে মোট মৃতের সংখ্যা পৌঁছে গিয়েছে ৫৭৭-এ।

   

সৌদির জাতীয় আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, গত সোমবার মক্কার গ্র্যান্ড মসজিদ চত্বরের তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৫১.৮ ডিগ্রি সেলসিয়াসে। পরিস্থিতি এতটাই খারাপ আকার নেয় যে ওইদিন ২ হাজারের বেশি তীর্থযাত্রী অসুস্থ হয়ে পড়েন। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করে কর্তৃপক্ষ। উল্লেখ্য, গত বছর বিভিন্ন দেশ থেকে আসা অন্তত ২৪০ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছিল মক্কায় এসে।

মুসলিম সম্প্রদায়ের ৫ স্তম্ভের অন্যতম হল হজ। প্রতিটি মুসলিম জীবনে অন্তত একবার হজ যাত্রার যেতে আগ্রহী থাকেন। যার ফলে প্রতি বছর কোটি কোটি মানুষের ভিড় জমে প্রবিত্র শহর মক্কায়। একে গরমের দেশ আরব। তার উপর গত কয়েক বছরে এখানকার খামখেয়ালি আবহাওয়ায় চিন্তায় বিশেষজ্ঞরা। রিপোর্ট বলছে, প্রতি ১০ বছরে ০.৪ ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বাড়ছে মক্কার।