Monkeypox: ইউরোপে হামলা মাঙ্কিপক্সের ভারতে ছড়ানোর প্রবল আশঙ্কা

ইউরোপে ছড়াচ্ছে (Monkeypox) মাঙ্কিপক্স। অন্তত ১১টি দেশে প্রায় ৮০ জনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ইতালি, সুইডেন, স্পেন, পর্তুগাল, ব্রিটেন, ফ্রান্স,…

ইউরোপে ছড়াচ্ছে (Monkeypox) মাঙ্কিপক্স। অন্তত ১১টি দেশে প্রায় ৮০ জনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ইতালি, সুইডেন, স্পেন, পর্তুগাল, ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়ামে ছড়িয়েছে এই রোগ। আবার মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডাতেও ছড়িয়েছে। মাঙ্কিপক্স ভারতে দ্রুত ছড়ানোর প্রবল আশঙ্কা।

হু বলেছে, সন্দেহভাজন আরও ৫০ জনের মাঙ্কিপক্স শনাক্তের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এসব মাঙ্কিপক্স রোগী কোন কোন দেশের তা জানানো হয়নি।

আফ্রিকার বিভিন্ন দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত হাজার হাজার মানুষ। এবার ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলিতে রোগটির প্রাদুর্ভাব শুরু হলো।

ইউরোপে হু আঞ্চলিক পরিচালক হ্যানস ক্লুজ সতর্ক করেছেন, গরমের সময় জনসমাগম, উৎসব ও আয়োজনের কারণে রোগটির আরও বিস্তার ছড়ানো নিয়ে আমি উদ্বিগ্ন।

জানা গিয়েছে, ব্রিটেনে প্রথম মাঙ্কিপক্স শনাক্ত হয় গত ৭ মে। আক্রান্ত ব্যক্তি আফ্রিকায় গেছিলেন। তিনি নাইজেরিয়া থেকে ফেরার পর মাঙ্কিপক্সে আক্রান্ত হন।