জাপানি প্রধানমন্ত্রীর সঙ্গে বুলেট ট্রেনে সফর মোদীর, কথা ভারতীয় চালকদের সঙ্গে

টোকিও: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার জাপানি প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা-র সঙ্গে বুলেট ট্রেনে সফর করেৃলেন। এদিন ছিল জাপান সফরের দ্বিতীয় দিন৷ এই সফরের সময় মোদী ইস্ট জাপান…

modi rides bullet train in japan

টোকিও: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার জাপানি প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা-র সঙ্গে বুলেট ট্রেনে সফর করেৃলেন। এদিন ছিল জাপান সফরের দ্বিতীয় দিন৷ এই সফরের সময় মোদী ইস্ট জাপান রেলওয়ে কোম্পানিতে প্রশিক্ষণরত ভারতীয় ট্রেন চালকদের সঙ্গে সাক্ষাৎও করেন, যা দুই দেশের প্রযুক্তি ও দক্ষতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হল।

গন্তব্য সেগুই শহর

দুজন প্রধানমন্ত্রীর যাত্রার গন্তব্য ছিল জাপানের সেণ্ডাই শহর। জাপানি প্রধানমন্ত্রী ইশিবা এক্স (X, আগের টুইটার) অ্যাকাউন্টে যাত্রার ছবি শেয়ার করে লিখেছেন, “প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সেণ্ডাই যাওয়ার পথে। গত রাত থেকে শুরু হওয়া যাত্রা আজও অব্যাহত।”

   

প্রশিক্ষণরত ভারতীয় ট্রেন চালকেরা শনিবার মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথোপকথন করেন, অভিজ্ঞতা শেয়ার করেন এবং ছবি তোলেন, যা ভারত-জাপানের প্রযুক্তিগত সহযোগিতার এক দৃঢ় প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।

১৬টি প্রিফেকচারের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ modi rides bullet train in japan

এর আগে সকালে মোদী টোকিওতে জাপানের ১৬টি প্রিফেকচারের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধীর জৈস্বাল জানান, মোদী এই বৈঠকে স্টেট-প্রিফেকচার পার্টনারশিপ ইনিশিয়েটিভের আওতায় আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। এই পদক্ষেপ ১৫তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনের সময় চালু করা হয়।

Advertisements

সাক্ষাৎকালে মোদী বলেন, “স্টেট-প্রিফেকচার সহযোগিতা ভারত-জাপানের বন্ধুত্বের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাই গত ১৫তম বার্ষিক শীর্ষ সম্মেলনে এই বিষয়ে পৃথক উদ্যোগ নেওয়া হয়েছিল। বাণিজ্য, উদ্ভাবন, উদ্যোগ এবং আরও বহু ক্ষেত্রে সহযোগিতার বিশাল সম্ভাবনা রয়েছে। স্টার্টআপ, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর মতো ভবিষ্যতমূলক ক্ষেত্র থেকেও আমরা উপকৃত হতে পারি।”

এই সফরটি কেবল দ্বিপক্ষীয় সম্পর্ককে জোরদার করছে না, বরং ভারতীয় প্রযুক্তিবিদ ও শ্রমিকদের আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতা প্রদর্শনের সুযোগও তৈরি করেছে।

 World: Prime Minister Modi rides Japan’s bullet train with PM Shigeru Ishiba, meets Indian train drivers in training, and discusses State-Prefecture cooperation, trade, startups, and AI innovation during the 15th India-Japan Annual Summit.