Militant Acitivity: ঐতিহাসিক মসজিদ ভেঙে বোমার গোডাউন বানিয়েছে ইসলামিক স্টেট জঙ্গিরা

মসজিদে  নাশকতা চালানো ও ধর্মীয় রীতি পালনের সময় বিস্ফোরণ ঘটিয়ে বারবার গণহত্যা সংঘটিত করেছে ‘ইসলামের রক্ষাকারী’ বলে ঘোষণাকারী ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী। এই জঙ্গি সংগঠনটি…

মসজিদে  নাশকতা চালানো ও ধর্মীয় রীতি পালনের সময় বিস্ফোরণ ঘটিয়ে বারবার গণহত্যা সংঘটিত করেছে ‘ইসলামের রক্ষাকারী’ বলে ঘোষণাকারী ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী। এই জঙ্গি সংগঠনটি বিশ্ব জুড়ে তাদের শাখা বিস্তার (militant activity) করে রেখেছে। তবে আইএস জঙ্গিরা তাদের মূল ঘাঁটি ইরাক ও সিরিয়ায় এখন কোণঠাসা। সংগঠনটির শীর্ষ জঙ্গি নেতাদের খতম অভিযান চলছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলির রিপোর্ট, আইএসের একদা রাজধানী বলে বিতর্কিত ইরাকের মসুল শহরের একটি ঐতিহ্যবাহী মসজিদ গুঁড়িয়ে সেখানেই বোমার গোডাউন বানানো হয়েছিল। মসজিদের ভিতরে মজুত করা বোমা উদ্ধার করা হয়েছে।

   

উল্লেখ্য,আইএস প্রধান  আবু বকর আল বাগদাদি ২০১৪ সালের ২৯  জুন এই মসজিদ থেকে ধর্মীয় শাসনতন্ত্র ‘খেলাফত’ ঘোষণা করেছিলেন। ২০১৭ সালে মসুল শহরকে আইএস জঙ্গি মুক্ত করার অভিযান চলছিল। তখন । জঙ্গিরা মসজিদে বিস্ফোরণ ঘটিয়েছিল।

আল জাজিরা জানাচ্ছে, ইরাকের উত্তরাঞ্চলের মসুল শহরে অবস্থিত ঐতিহাসিক আল-নুরি মসজিদ। এই মসজিদে দেয়ালের ভিতরে  লুকোনো শক্তিশালী পাঁচটি বোমা উদ্ধার করা হয়েছে। এই বোমাগুলো ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট (আইএসআইএল) শাসনের সময় বলে ধারণা করা হচ্ছে।

জঙ্গি কর্মকান্ড বিশ্লেষকদের দাবি, আইএসআইএল বা আইএস সংগঠনটি ধর্মরাজ্য তথা খিলাফত গঠনের নীতি নিয়ে চলে। এই সংগঠনটির প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসবাদী গোষ্ঠী হল আল কায়েদা।

আল জাজিজার খবর, ১২ শতকের হেলানো মিনারের জন্য বিখ্যাত মসুল শহরের আল নুরি মসজিদটি ২০১৭ সালে ধ্বংস করেছিল আইএস জঙ্গিরা। ২০২০ সাল থেকে এই ঐতিহাসিক স্থাপত্য  পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে ইউনেস্কো।

ইউনেস্কো জানায়, মঙ্গলবার মসজিদটির নামাজ হলের দক্ষিণ দেয়ালের ভেতরে বড় ধরনের ধ্বংসযজ্ঞের জন্য ডিজাইন করা পাঁচটি বড় মাপের বিস্ফোরক ডিভাইস পাওয়া গেছে। এই বিস্ফোরকগুলো দেয়ালের একটি বিশেষভাবে র্নির্মিত অংশের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল।

ইউনেস্কো জানিয়েছে, ইরাক সরকারকে বিষয়টি অবহিত করা হয়েছে। এলাকাটি সুরক্ষিত এবং পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে। একটি বোমা নিষ্ক্রিয় করে অপসারণ করা হয়েছে। বাকি চারটি বোমা পরস্পরের সাথে সংযুক্ত থাকা সেটি নিরাপদে নিষ্ক্রিয় করা হবে।

ইরাক সরকার আপাতত ইউনেস্কো কর্মীদের আল-নুরি মসজিদের পুনর্গঠন কার্যক্রম স্থগিত করতে বলেছে। ডিভাইসগুলো নিষ্ক্রিয় না করা পর্যন্ত পুরো কমপ্লেক্স খালি করার অনুরোধ করা হয়।