Midhili Cyclone: মিধিলির স্পর্শে জলোচ্ছ্বাস শুরু, সব জাহাজ গভীর সমুদ্রে পাঠাল বাংলাদেশ

সন্ধ্যায় সরাসরি হামলা হবে মিধিলি ঘূর্ণির। এমনই জানাল বাংলাদেশ আবহাওয়া বিভাগ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে দেশের আট উপকূলীয় জেলায় জলোচ্ছ্বাস হতে পারে। বাংলাদেশে…

সন্ধ্যায় সরাসরি হামলা হবে মিধিলি ঘূর্ণির। এমনই জানাল বাংলাদেশ আবহাওয়া বিভাগ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে দেশের আট উপকূলীয় জেলায় জলোচ্ছ্বাস হতে পারে। বাংলাদেশে ঢুকলেও ঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলেও বৃষ্টি হবে। মিধিলি প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৫ ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বাংলাদেশ উপকূল।

বাংলাদেশ আবহাওয়া বিভাগের (BMD) সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হলো। BMD আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান শুক্রবার সন্ধ্যা নাগাদ মিধিলি বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।

মিধিলি মোকাবিলায় তৈরি বাংলাদেশ। ৫ হাজার ৬০০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য সহায়তা পাঠানো হয়েছে। এমনই জানিয়েছেন বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। তিনি বলেন, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী, বরগুনা, ভোলা ও লক্ষ্মীপুর জেলায় ঘূর্ণি সতর্কতা জারি হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও টুলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। 

ক্ষয়ক্ষতি এড়াতে চট্টগ্রাম বন্দরে অবস্থানরত ২২টি জাহাজকে গভীর সমুদ্রে চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। মোংলা বন্দরে অবস্থানরত ১৫টি বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহণের কাজ সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ উপকূলের খুলনা, বরিশাল, চট্টোগ্রামের সৈকত পর্যটনকেন্দ্রগুলিতে জারি সতর্কতা। বঙ্গোপসাগরে অপর তীরে ভারতের দিকে পশ্চিমবঙ্গের উপপকূলেও বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। মিধিলি ভারতের দিকে না গেলেও পশ্চিমবঙ্গের দুটি উপকূলীয় জেলা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের সৈকত পর্যটনকেন্দ্রে জারি সতর্কতা।