X Disease: জীবাণু বিজ্ঞানীদের সতর্কতা এবার আসছে ভয়ঙ্কর ‘এক্স’ হামলা

এক্স (X Disease) আসছে। এটি করোনাভাইরাসের থেকেও বেশি মানুষের উপর হামলা করবে। ফলে আরও একবার মহামারি ও  লকডাউন সম্ভাবনা আছে। এমনই মলে করছেন জীবাণু বিশেষজ্ঞরা। …

এক্স (X Disease) আসছে। এটি করোনাভাইরাসের থেকেও বেশি মানুষের উপর হামলা করবে। ফলে আরও একবার মহামারি ও  লকডাউন সম্ভাবনা আছে। এমনই মলে করছেন জীবাণু বিশেষজ্ঞরা।  এই সতর্কবার্তা বিশ্ব জুড়েই বলছেন তাঁরা। একাধিক আন্তর্জাতিক গবেষণা বিষয়ক ম্যাগাজিন ও লেখায় উঠে আসছে এক্স নিয়ে তথ্য। তাতে গবেষকরা মূলত একমত এই হামলা করোনাভাইরাসের পরিস্থিতিকেও ছাপিয়ে যেতে পারে।

Advertisements

এবার আসছে প্রাণঘাতী এক্স। মৃত্যু হতে পারে ৫ কোটিরও বেশি মানুষের এমনই আশঙ্কার কথা শোনালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। এক্সের প্রকোপ কোভিডের থেকেও আরও বেশি‌ মারাত্মক, বেশি প্রাণঘাতী। চিন্তা বাড়াচ্ছে এক্সের হানা। নাম শুনে‌ বিভ্রান্ত হওয়ার কিছু নেই। ইলন মাক্সের এক্স নয়, এটি নয়া মৃত্যুদূত ভাইরাস।কোভিডের ভয়াবহতা এখনও ভুলতে পারেনি বিশ্ববাসী। সতর্কতা, সচেতনতায় কিছুটা নিয়ন্ত্রণে এই ভাইরাস। বিশেষজ্ঞদের মাথা ব্যাথার কারণ এই নয়া ভাইরাস। এই ভাইরাস নিয়ে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিজ্ঞাপন

হু তরফে জানানো হয়েছে, কোভিডের থেকে বেশি প্রাণঘাতী ডিজিজ এক্স।‌ হু এর অগ্রাধিকারের তালিকায় অন্য ভাইরাস নিপা, জিকা, ইবোলো থাকলেও অজ্ঞাত ভাইরাস এক্স নিয়ে চিন্তা বাড়াচ্ছে তাদের।

ব্রিট্রেনের ভ্যাকসিন টাস্ক ফোর্সের প্রধান ব্রিংহাম সারা বিশ্ব আরও অতিমারির সাক্ষী হতে পারে। অদূর ভবিষ্যতে এই অতিমারির দাপটে প্রাণ হারাবেন পাঁচ কোটির বেশি মানুষ। তিনি আরও বলেন, কোভিড ১৯ এতটা প্রাণঘাতী ছিল না। ডিজিজ এক্স অতিমারি ঘটাতে পারে‌ বলে মনে হচ্ছে। সেই রোগটির প্যাথোজেন কীভাবে মানুষের ক্ষতি করতে পারে তা এখনও অজানা। হু এর তথ্য অনুযায়ী, সারা বিশ্বে কোভিডে প্রায় ৭০ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন। কিন্তু এক্স-এ মৃত্যুর আশঙ্কা কোভিডের সাতগুণ। ব্রিট্রেনের বিজ্ঞানীরা ইতিমধ্যে ডিজিজ এক্স-এর টিকা তৈরির প্রচেষ্টায় রয়েছেন।