ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, প্রাণ বাঁচাতে সমুদ্রে ঝাঁপ যাত্রীদের

Indonesia ferry accident

রবিবার ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসির উপকূলে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ()Massive Fire। এদিন দুপুর ১টা ৩০ মিনিটে “কেএম বার্সেলোনা ভিএ” নামের ওই ফেরিতে আগুন লাগে। ফেরিটিতে ৩০০-র বেশি যাত্রী ছিলেন বলে জানা গেছে।

ঘটনার সময়ের ভয়াবহ ভিডিও ফুটেজে দেখা গেছে, আতঙ্কিত যাত্রীরা আগুনের কবল থেকে রক্ষা পেতে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ছেন। অনেক যাত্রীকে শিশুদের সঙ্গে নিয়ে লাইফ জ্যাকেট পরে জলে লাফ দিতে দেখা গেছে। ফেরির ডেকে ভিড়ের মধ্যে কর্মীরা যাত্রীদের লাইফ জ্যাকেট পরাতে সাহায্য করছেন এমন দৃশ্যও ধরা পড়ে ভিডিওতে।

   

দুর্ঘটনার পর উদ্ধার অভিযানে নামে মানাডো অনুসন্ধান ও উদ্ধার বিভাগ। তারা জানায়, উদ্ধার তৎপরতায় তিনটি উদ্ধারকারী জাহাজ — কেএম বার্সেলোনা III, কেএম ভেনেসিয়ান এবং কেএম ক্যান্টিকা লেস্টারি 9F — ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মাছ ধরার নৌকা এবং স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে সহযোগিতা করছেন।

উদ্ধারকৃতদের মধ্যে কয়েকজনকে ধ্বংসপ্রাপ্ত জাহাজের দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে, যখন পাশের একটি নৌকা আগুন নেভাতে শুরু করে। একসময়ের নীল এবং সাদা জাহাজটি একটি পোড়া কালো অংশে পরিণত হয়েছিল কারণ আগুন নৌকাটিকে ধ্বংস করে ফেলেছিল।

জরুরি পরিষেবা সংস্থাগুলো সব যাত্রীর তালিকা মিলিয়ে নিশ্চিত হওয়ার কাজ করছে। এখনও পর্যন্ত কেউ নিখোঁজ রয়েছেন কি না, সে ব্যাপারে তদন্ত চলছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন