Earthquake: ৬.০ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল

 রবিবার জোরালো ভূমিকম্প অনুভূত হল নেপালে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.০। এ দিন সকালে ভূমিকম্প আসে। কাঠমান্ডু থেকে ১৪৭ কিলোমিটার দূরে ভূমিকম্পটি হয়। নেপালের…

 রবিবার জোরালো ভূমিকম্প অনুভূত হল নেপালে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.০। এ দিন সকালে ভূমিকম্প আসে। কাঠমান্ডু থেকে ১৪৭ কিলোমিটার দূরে ভূমিকম্পটি হয়।

নেপালের সময় অনুযায়ী সকাল ৮টা ১৩ মিনিটে ভূমিকম্প হয়। নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র (এনইএমআরসি) জানিয়েছে, খোটাং জেলার মার্টিম বীরতা নামে একটি স্থানে ভূমিকম্পটি আঘাত হানে। পূর্ব নেপালের ১০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ভূমিকম্পের উপকেন্দ্র পরিমাপ করা হয়।

যদিও এখনও অবধি নেপালে ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ এপ্রিল নেপালের রাজধানী কাঠমান্ডু ও পোখরা শহরের মধ্যে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।  এই ভূমিকম্পে ৮,৯৬৪ জন নিহত এবং প্রায় ২২,০০০ জন আহত হয়। নেপালের এই বিধ্বংসী ভূমিকম্পটি গোর্খা ভূমিকম্প নামেও পরিচিত। এটি উত্তর ভারতের বেশ কয়েকটি শহর সহ পাকিস্তান ও বাংলাদেশের কিছু অঞ্চলকে কাঁপিয়ে দিয়েছিল। ভূমিকম্পের জেরে বন্ধ করে দিতে হয় কাঠমান্ডুর আন্তর্জাতিক বিমানবন্দর। ভূমিকম্পের ফলে মাউন্ট এভারেস্টে তুষারঝড় হয়, যাতে ২২ জন নিহত হয়।