Bangladesh: ‘ রহস্যজনক ‘ জেব্রা মৃত্যু মিছিল বাংলাদেশে, পরিকল্পিত খুন নিয়ে বিতর্ক

একের পর এক জেব্রা মারা যাচ্ছে। কিন্তু সরকারের কাছে কোনও সঠিক তথ্য নেই কী কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটে চলেছে। গত তিন সপ্তাহে ৯টি জেব্রা…

একের পর এক জেব্রা মারা যাচ্ছে। কিন্তু সরকারের কাছে কোনও সঠিক তথ্য নেই কী কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটে চলেছে। গত তিন সপ্তাহে ৯টি জেব্রা মারা যাওয়ায় বাংলাদেশের (Bangladesh) প্রাণী বিজ্ঞানীরা হতচকিত। বিতর্কের মুখে পড়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু:খ প্রকাশ করে দ্রুত কারণ অনুসন্ধানের নির্দেশ দিলেন।

একের পর এক জেব্রা মারা যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। ঢাকার কাছে গাজীপুরে এই চিড়িয়াখানা। সেখানেই চলছে জেব্রাদের মৃত্যু মিছিল। আরও বেশ কয়েকটি জেব্রা সংকটজনক। গর্ভবতী কয়েকটি জেব্রা দূর্বল হয়ে পড়ছে। জেব্রাগুলোর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পারেননি পার্ক কর্তৃপক্ষ।

উঠছে প্রশ্ন, পরপর জেব্রা মৃত্যুর পিছনে কি খাদ্যে বিষক্রিয়া, বিষ প্রয়োগ, ভাইরাস-ব্যাকটেরিয়ার আক্রমণ? রহস্যজনক এই জেব্রা মৃত্যু মিছিলের জেরে আলোড়ন ছড়িয়েছে। দুর্বল হয়ে পড়া বাকি জেব্রাগুলির মৃত্যু হবার সম্ভাবনা বাড়তে থাকায় সরকার পড়েছে অস্বস্তিতে।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবির জানান, জেব্রাগুলোর মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য বিশেষজ্ঞ প্রাণী চিকিৎসক, গবেষক ও পার্ক সংশ্লিষ্ট লোকজনের সমন্বয় বৈঠক বসবে। প্রধানমন্ত্রীর নির্দেশ মতো কাজ চলবে। তিনি বলেন, সাফারি পার্কের নিরাপত্তায় ঘাটতি নেই। বাইরে থেকে কেউ এসে বিষ প্রয়োগ করবে, এমন ঘটনা ঘটার কথা না। তবু আমরা এগুলো মাথায় রেখেছি। সব কিছু রিপোর্টের ওপর নির্ভর করছে।

২০১৩ সালে এই সাফারি পার্ক প্রতিষ্ঠা হয়। এরপর দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশ থেকে বাঘ, সাদা বাঘ, সিংহ, জিরাফ, জেব্রা, হরিণ, ক্যাঙ্গারু, কালো ভাল্লুক, সম্বর, গয়াল, হাতি সহ প্রচুর প্রাণী ও পাখি আনা হয়। সাফারি পার্কটি দর্শনের জন্য বিশেষ পরিচিত।