HomeTop StoriesEarthquake: ৬.৯ তীব্রতায় কেঁপে উঠল দেশ, শুরু মৃত্যুমিছিল, ভেঙে পড়েছে হাজারেরও বেশি...

Earthquake: ৬.৯ তীব্রতায় কেঁপে উঠল দেশ, শুরু মৃত্যুমিছিল, ভেঙে পড়েছে হাজারেরও বেশি বাড়ি

- Advertisement -

ফের একবার তীব্র ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল দেশের মাটি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৯। দেশে ভূমিকম্প-এর মাত্রা এতটাই বেশি ছিল যে ইতিমধ্যেই মৃত্যুমিছিল শুরু হয়েছে। সেইসঙ্গে ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি।

পাপুয়া নিউগিনিতে (Papua New Guinea) রোববার সকালে ভূমিকম্পের তীব্র কম্পন অনুভূত হয়। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬ দশমিক ৯। জিএফজেড জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে এর তীব্রতা ৬.৬ বলে জানানো হয়েছিল। ভূমিকম্প ‘রিং অব ফায়ার’-এর শীর্ষে অবস্থিত পাপুয়া নিউগিনিতে প্রায়ই ভূমিকম্প হয়। এবার আজ সোমবার জানা যাচ্ছে, এই কম্পনের জেরে এখনো অবধি মৃত্যু হয়েছে ৫ জনের।

   

শুধু তাই নয়, কম্পনের জেরে ভেঙে পড়েছে ১০০০-এরও ওপরে বাড়ি। তীব্র হাহাকার পরে গিয়েছে দেশের সাধারণ মানুষের। ইস্ট সেপিকের গভর্নর অ্যালান বার্ড বলেন, ‘এখন পর্যন্ত প্রায় এক হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে।’

ভূমিকম্পটি আঘাত হানার ফলে দেশটির সেপিক নদীর তীরে অবস্থিত কয়েক ডজন গ্রাম এরই মধ্যে বড় ধরনের বন্যার কবলে পড়েছে। পুলিশ কমান্ডার ক্রিস্টোফার তামারি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন, কর্তৃপক্ষ পাঁচজনের মৃত্যুর রেকর্ড করেছে, তবে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular