‘ফা*ক অফ, ইন্ডিয়ান’ বলে হামলা, অ্যাডিলেডে আক্রান্ত ভারতীয় ছাত্র

অ্যাডিলেড: অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরে এক ভারতীয় ছাত্রের উপর নৃশংস হামলা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে গোটা প্রবাসী ভারতীয় সমাজে। ২৩ বছর বয়সি চরণপ্রীত সিং নামের ওই ছাত্রকে…

Man Brutally Assaulted In Australia

অ্যাডিলেড: অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরে এক ভারতীয় ছাত্রের উপর নৃশংস হামলা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে গোটা প্রবাসী ভারতীয় সমাজে। ২৩ বছর বয়সি চরণপ্রীত সিং নামের ওই ছাত্রকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করে মারধর করা হয় (Man Brutally Assaulted In Australia)। মাথায় গুরুতর আঘাত, নাক ও চোখে মারাত্মক জখম নিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

কী ঘটেছিল সেই রাতে?

গত শনিবার, ১৯ জুলাই স্থানীয় সময় রাত ৯টা ২২ মিনিট নাগাদ শহরের প্রাণকেন্দ্রে কিনটোর অ্যাভিনিউতে গাড়ি পার্ক করে আলোসজ্জার প্রদর্শনী দেখতে যাচ্ছিলেন চরণপ্রীত ও তাঁর স্ত্রী। সেসময় একটি গাড়ি এসে দাঁড়ায় তাঁদের গাড়ির পাশে। ওই গাড়ি থেকে পাঁচজন যুবক নামে, যাঁদের মধ্যে কয়েকজনের হাতে মেটাল নকলস এবং ধারালো অস্ত্র ছিল বলে জানা গিয়েছে।

   

তারা চরণপ্রীতকে গাড়ি সরাতে বলে, এবং কোনও প্ররোচনা ছাড়াই তাঁকে উদ্দেশ করে বলে, “ফাক অফ, ইন্ডিয়ান”। এরপরই শুরু হয় পৈশাচিক হামলা। গাড়ির জানলার ভেতর থেকে চরণপ্রীতকে ঘুষি মারা হয়, মাটিতে ফেলে লাথি মারা হয়, এবং অস্ত্র ও খালি হাতে নির্মমভাবে মারধর করা হয়।

চরণপ্রীত জানান, “আমি প্রতিরোধ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা আমাকে এতটাই মারল যে আমি জ্ঞান হারিয়ে ফেলি।”

তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রয়্যাল অ্যাডেলেড হাসপাতালে, যেখানে মাথায় চোট, একাধিক মুখের হাড় ভাঙা, নাকের হাড় গুঁড়িয়ে যাওয়া এবং চোখে গুরুতর জখম ধরা পড়ে। তাঁকে সারারাত হাসপাতালে রেখে অস্ত্রোপচার করতে হয়।

তদন্তে পুলিশ, গ্রেফতার এক অভিযুক্ত

অ্যাডেলেড পুলিশ রাত ৯টা ৩০ মিনিটের কিছু আগে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর জখম অবস্থায় চরণপ্রীতকে উদ্ধার করে। রবিবার ২০ বছর বয়সি একজনকে গ্রেফতার করা হয় এবং তাঁর বিরুদ্ধে “অ্যাসল্ট কজিং হার্ম” ধারায় অভিযোগ আনা হয়। তবে পরবর্তীতে তাঁকে জামিনে ছেড়ে দেওয়া হয়। বাকি চার অভিযুক্ত এখনও পলাতক।

Advertisements

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় আশপাশের রাস্তা আলোকিত ছিল এবং সিসিটিভিতে হামলার কিছু অংশ ধরা পড়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও হামলার ভিডিও ভাইরাল হয়েছে।

বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিক্রিয়া

হাসপাতালের বিছানা থেকে ৯নিউজকে দেওয়া সাক্ষাৎকারে চরণপ্রীতের বক্তব্য, “এরকম ঘটনা ঘটলে মনে হয় ফিরে যাই… শরীরের অনেক কিছু বদলানো যায়, কিন্তু গায়ের রং বদলানো যায় না।”

এই বর্বর ঘটনার তীব্র নিন্দা করেছেন দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রিমিয়ার পিটার মালিনস্কাস। তিনি বলেন, “এটা গভীরভাবে উদ্বেগজনক এবং দক্ষিণ অস্ট্রেলিয়ায় এর কোনও স্থান নেই। আমাদের রাজ্যের মূল স্রোতের মানুষ এই ধরনের বর্ণবিদ্বেষী আচরণকে কোনওভাবেই সমর্থন করেন না।”

এই ঘটনায় ইতিমধ্যেই চরম ক্ষোভ দেখা দিয়েছে অস্ট্রেলিয়ায় থাকা ভারতীয় ছাত্র ও অভিবাসীদের মধ্যে। তাঁদের নিরাপত্তা ও সাংস্কৃতিক সম্মানের প্রশ্নে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।