Pakistan: করাচির বহুতলে ভয়াবহ অগ্নিকান্ডে বহু মৃত্যু

পাকিস্তানের বাণিজ্য রাজধানী করাচির RJ Mall বহুতলে ভয়াবহ অগ্নিকান্ড। ভিতরে পুড়ে মৃত কমপক্ষে ১১ জন। আরও অনেকে গুরুতর জখম। আটকে পড়েছেন অনেকে। পুলিশ সার্জন সুমাইয়া সৈয়দ…

Pakistan: করাচির বহুতলে ভয়াবহ অগ্নিকান্ডে বহু মৃত্যু

পাকিস্তানের বাণিজ্য রাজধানী করাচির RJ Mall বহুতলে ভয়াবহ অগ্নিকান্ড। ভিতরে পুড়ে মৃত কমপক্ষে ১১ জন। আরও অনেকে গুরুতর জখম। আটকে পড়েছেন অনেকে। পুলিশ সার্জন সুমাইয়া সৈয়দ বলেন, জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে (জেপিএমসি) এবং একটি সিভিল হাসপাতাল করাচি (সিএইচকে) মৃতদেহগুলি রাখা হয়েছে।

উদ্ধারকারী দল জানিয়েছে আহতআরও 30 জনকে উদ্ধার করা হয়েছে।উদ্ধার অভিযান শেষ হলে সঠিক তদন্তের পর আগুন লাগার সঠিক কারণ জানা যাবে। ভবনটি একটি বাণিজ্যিক কমপ্লেক্স। শপিং সেন্টার, কল সেন্টার এবং সফটওয়্যার হাউস আছে।

Advertisements

ভবনের ভিতরে আটকে পড়াদের উদ্ধারের জন্য সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়ার জন্যসিন্ধ প্রদেশের আইজি রিফাত মুখতার নির্দেশ জারি করেছেন। সিন্ধ প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী বিচারপতি (অব.) মকবুল বাকার এই ঘটনার পর নির্দেশ দেন আহতদের অবিলম্বে যথাসম্ভব চিকিৎসার। ফায়ার ব্রিগেডের কর্মকর্তারা কয়েক ডজন লোককে নিরাপদে উদ্ধার করেছেন।