‘Gen Z’ বিক্ষোভের জেরে পদত্যাগ আরও এক দেশের প্রধানমন্ত্রীর

আধুনিক বিশ্বের নতুন বিক্ষোভ মুখ জেনারেশন জি বা ‘জেন-জি’ (Gen Z)। সামাজিক মাধ্যমে জন্ম নেওয়া প্রতিবাদ এখন রাজপথ কাঁপিয়ে ফেলছে একের পর এক দেশে (Gen…

Madagascar president dissolves government after youth-led as Gen Z protests

আধুনিক বিশ্বের নতুন বিক্ষোভ মুখ জেনারেশন জি বা ‘জেন-জি’ (Gen Z)। সামাজিক মাধ্যমে জন্ম নেওয়া প্রতিবাদ এখন রাজপথ কাঁপিয়ে ফেলছে একের পর এক দেশে (Gen Z Protests)। এবার সেই আন্দোলনের ঝড়ে উড়ে গেল মাদাগাস্কারের (Madagascar) প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনৎসের সরকার। বিদ্যুৎ ও বিশুদ্ধ জলের চরম সংকটে উত্তাল মাদাগাস্কার দীর্ঘদিন ধরেই ধুঁকছিল (International News)। সেই অসন্তোষেই ঘৃতাহুতি দেয় দেশের তরুণ প্রজন্ম।

Advertisements

রাজধানী আন্তানানারিভো-সহ একাধিক শহরে টানা বিক্ষোভ চলে গত এক সপ্তাহ ধরে। সরকারি পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২২ জন। গুরুতর আহত শতাধিক। রাষ্ট্রপুঞ্জ উদ্বেগ প্রকাশ করে দ্রুত রাজনৈতিক সমাধানের আহ্বান জানায়। সেই আবহেই মঙ্গলবার প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী এনৎসের সরকারকে বরখাস্ত করার কথা।

   

তবে শুধু সরকার পতনেই থামেনি বিক্ষোভ। নতুন করে সরকার গঠনের আশ্বাস দিলেও আন্দোলনকারীদের একাংশ এখন সরাসরি প্রেসিডেন্টের ইস্তফার দাবি তুলেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, “শুধু সরকার নয়, গোটা প্রশাসনিক ব্যবস্থাই দুর্নীতিগ্রস্ত। দীর্ঘদিন ধরে জনজীবনের মৌলিক সমস্যা উপেক্ষিত থেকে গিয়েছে। প্রেসিডেন্ট নিজেও দায় এড়াতে পারেন না।”

আন্দোলনের এক অনন্য দিক ছিল এর প্রতীকী প্রতিবাদ। বিশ্বের অন্যান্য দেশের মতো মাদাগাস্কারেও বিক্ষোভকারীদের প্রতীক হয়ে উঠেছে জাপানি অ্যানিমে One Piece-এর ‘পাইরেট পতাকা’। এটি তরুণ প্রজন্মের মধ্যে ‘বিদ্রোহের প্রতীক’ হিসেবে ছড়িয়ে পড়ছে। নেপালের সাম্প্রতিক তরুণ আন্দোলনেও এই পতাকা দেখা গিয়েছিল।

প্রথমে পুলিস ও সেনা দিয়ে আন্দোলন দমন করার চেষ্টা করলেও, তা ব্যর্থ হয়। বরং তা আরও আক্রমণাত্মক রূপ নেয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোটা দেশে ছড়িয়ে পড়ে আন্দোলনের বার্তা। তরুণদের দাবি, “আমরা শুধু জীবিকার জন্য লড়ছি না, আমরা বাঁচার অধিকার চাইছি।”

Madagascar president dissolves government after youth-led as Gen Z protests