ট্রাম্পের হাতেই নিজের নোবেল তুলে দিলেন ভেনিজুয়েলার নেত্রী মারিয়া মাচাদো

ওয়াশিংটন ডিসি: আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হল হোয়াইট হাউস। ভেনিজুয়েলার গণতন্ত্রকামী আন্দোলনের নেত্রী এবং ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া করিনা…

Machado give her Nobel Peace Prize to Trump

ওয়াশিংটন ডিসি: আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হল হোয়াইট হাউস। ভেনিজুয়েলার গণতন্ত্রকামী আন্দোলনের নেত্রী এবং ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাদো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে নিজের নোবেল পদকটি তাঁকে উপহার হিসেবে প্রদান করেছেন। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠকে মাচাদোর এই পদক্ষেপ বিশ্বজুড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Advertisements

‘স্বাধীনতার লড়াইয়ে অনন্য স্বীকৃতি’

ভেনিজুয়েলায় শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণ এবং মানবাধিকার রক্ষায় অসামান্য অবদানের জন্য এ বছর নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন মাচাদো। ট্রাম্পের সঙ্গে প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, পদকটি তিনি মার্কিন প্রেসিডেন্টের হাতে তুলে দিয়েছেন। মাচাদোর ভাষায়, “প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের স্বাধীনতার জন্য যে অনন্য প্রতিশ্রুতি দেখিয়েছেন, এটি তারই স্বীকৃতি।”

   

ট্রাম্পের উচ্ছ্বাস ও নোবেল কমিটির ব্যাখ্যা Machado give her Nobel Peace Prize to Trump

নিজের নোবেল প্রাপ্তি নিয়ে অতীতে একাধিকবার আকাঙ্ক্ষা প্রকাশ করা ডোনাল্ড ট্রাম্প মাচাদোর এই উপহারকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেন, “মারিয়া তাঁর নোবেল শান্তি পুরস্কারটি আমাকে দিয়েছেন আমার কাজের প্রতি সম্মান জানিয়ে। এটি পারস্পরিক শ্রদ্ধার এক অনন্য নিদর্শন। ধন্যবাদ মারিয়া।”

তবে উপহার হিসেবে গ্রহণ করলেও আইনিভাবে এই পুরস্কার হস্তান্তরের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট। সংস্থাটি স্পষ্ট করেছে যে, শান্তি পুরস্কারটি ব্যক্তিগতভাবে মাচাদোর নামেই সংরক্ষিত থাকবে এবং এটি হস্তান্তরযোগ্য নয়।

প্রেক্ষাপট ও রাজনৈতিক সমীকরণ

এই সাক্ষাৎ এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন ভেনিজুয়েলার রাজনীতিতে চরম অস্থিরতা বিরাজ করছে। চলতি মাসের শুরুতে মার্কিন অভিযানে সাবেক স্বৈরশাসক নিকোলাস মাদুরো গ্রেফতার হওয়ার পর দেশটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আন্তর্জাতিক মহলে নানা সমীকরণ চলছে।

যদিও ট্রাম্প মাচাদোর এই সৌজন্যের প্রশংসা করেছেন, তবে তাঁর রাজনৈতিক অবস্থান এখনো অনড়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ভেনিজুয়েলার নেতৃত্বে মাচাদোর সক্ষমতা নিয়ে ট্রাম্পের পূর্ববর্তী সংশয় কাটেনি। ট্রাম্পের ধারণা, মাচাদোর প্রতি দেশের ভেতরে যে জনসমর্থন প্রয়োজন, তাতে এখনো ঘাটতি রয়েছে।

নির্বাসিত জীবনের প্রথম সফর

নিরাপত্তার অভাবে দেশ ছাড়ার পর ওয়াশিংটনে এটিই মাচাদোর প্রথম প্রকাশ্য সফর। ২০২৪ সালের নির্বাচনে মাদুরো প্রশাসন তাঁকে অযোগ্য ঘোষণা করলেও স্বাধীন পর্যবেক্ষকদের মতে, বিরোধী জোটই প্রকৃত জনরায় পেয়েছিল। হোয়াইট হাউস থেকে বের হওয়ার সময় কয়েকশ সমর্থক মাচাদোকে অভিনন্দন জানান। এসময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর আস্থা রাখতে পারি।”

World: Venezuelan leader Maria Corina Machado gifted her 2025 Nobel Peace Prize to President Donald Trump during a historic White House visit. While Trump praised the gesture, the Nobel Institute clarifies the prize remains legally non-transferable.

Advertisements