ওয়াশিংটন ডিসি: ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ঐতিহাসিক সাক্ষাতে নিজের ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের স্বর্ণপদকটি উপহার হিসেবে তুলে দিয়েছেন। ট্রাম্প এই পদক্ষেপকে “পারস্পরিক শ্রদ্ধার এক চমৎকার নিদর্শন” বলে অভিহিত করলেও বিশ্বজুড়ে প্রশ্ন উঠেছে, নোবেল শান্তি পুরস্কার কি আসলেই হস্তান্তর, ভাগাভাগি বা বাতিল করা সম্ভব?
বিধিবিধান কী?
পদক বদলালেও খেতাব বদলায় না মাচাদোর এই পদক্ষেপের পর নরওয়েজিয়ান নোবেল কমিটি তাদের কঠোর বিধিবিধানের কথা পুনরায় স্মরণ করিয়ে দিয়েছে। নোবেল পিস সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, একবার কোনো পুরস্কার ঘোষণা হয়ে গেলে তা চূড়ান্ত এবং এটি চিরস্থায়ী। পদকটি শারীরিকভাবে হাতবদল হতে পারে, কিন্তু “নোবেল শান্তি পুরস্কার বিজয়ী” বা লরিয়েট খেতাবটি কখনোই অন্য কারও কাছে হস্তান্তর বা শেয়ার করা সম্ভব নয়। অর্থাৎ, ট্রাম্পের হাতে স্বর্ণপদকটি থাকলেও ইতিহাসের পাতায় ২০২৫ সালের বিজয়ী হিসেবে কেবল মাচাদোর নামই থাকবে।
নোবেল কি প্রত্যাহার করা সম্ভব? Machado gifts Nobel to Trump
নোবেল শান্তি পুরস্কার কি কখনও বাতিল বা প্রত্যাহার করা যেতে পারে? আলফ্রেড নোবেলের উইল কিংবা নোবেল ফাউন্ডেশনের সংবিধানে এমন কোনো বিধান নেই। ফাউন্ডেশনের ১০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, পুরস্কার প্রদানকারী সংস্থার সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আপিল করার সুযোগ নেই। আজ পর্যন্ত স্টকহোম বা অসলোর কোনো কমিটিই একবার দেওয়া পুরস্কার ফিরিয়ে নেওয়ার কথা ভাবেনি। মাচাদো পুরস্কার পাওয়ার পর কী করবেন বা কাকে সেটি দেবেন, সে বিষয়েও কমিটির কোনো আইনি এখতিয়ার নেই।
ট্রাম্পের নোবেল আকাঙ্ক্ষা ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ দিন ধরেই নোবেল শান্তি পুরস্কারের প্রতি তাঁর আগ্রহের কথা প্রকাশ করে আসছেন। বিভিন্ন সময় তিনি দাবি করেছেন যে, “আটটি বড় যুদ্ধ থামানোর” কারণে তিনি এই পুরস্কারের যোগ্য দাবিদার। মাচাদোর এই উপহারের পর ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যদিও তিনি নিজেও স্বীকার করেছেন যে পুরস্কারটি মাচাদোই জিতেছেন।
এ বছর নোবেল পান মাচাদো
রাজনৈতিক সমীকরণ ভেনিজুয়েলায় গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের লড়াইয়ের জন্য এ বছর নোবেল পান মাচাদো। ট্রাম্পের হাতে পদক তুলে দেওয়াকে তিনি মার্কিন প্রেসিডেন্টের “স্বাধীনতার প্রতি অঙ্গীকারের স্বীকৃতি” হিসেবে বর্ণনা করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই উপহারের মাধ্যমে ট্রাম্পের সমর্থন আদায়ের এক বড় কূটনৈতিক চাল দিয়েছেন মাচাদো।
World: After Maria Corina Machado gifted her 2025 Nobel Peace Prize medal to Donald Trump at the White House, the Nobel Committee issued a critical clarification. Learn why the prestigious title remains non-transferable despite the symbolic gesture.


