লস অ্যাঞ্জেলেসের অদূরে ফের বিধ্বংসী আগুন! ৫০ হাজার মানুষকে ঘর ছাড়ার নির্দেশ

নিউ ইয়র্ক: দাবানলের গ্রাসে পুড়ে খার আমেরিকার লস অ্যাঞ্জেলসের বিস্তীর্ণ অঞ্চল৷ সেই উত্তাপ কমার আগেই ফের নতুন করে আগুন লাগল লস অ্যাঞ্জেলেসের উত্তরের বিস্তীর্ণ এলাকায়!…

Fire Breaks Out in Abandoned House Near Hazra

নিউ ইয়র্ক: দাবানলের গ্রাসে পুড়ে খার আমেরিকার লস অ্যাঞ্জেলসের বিস্তীর্ণ অঞ্চল৷ সেই উত্তাপ কমার আগেই ফের নতুন করে আগুন লাগল লস অ্যাঞ্জেলেসের উত্তরের বিস্তীর্ণ এলাকায়! বুধবার রাতেই লস অ্যাঞ্জেলেসের খুব কাছে নতুন করে দাবানলের আগুন ছড়িয়ে পড়ে। পালিসেডেস এবং ইয়াটনের পর শহরের উত্তরে অবস্থিত কাস্টাইক হ্রদ-সংলগ্ন এলাকা গ্রাস করেছে দাবানল। দাউ দাউ করে জ্বলছে আগুন৷ প্রায় ৫০ হাজার মানুষকে ঘর ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন৷  (Los Angeles faces another massive wildfire)

নতুন করে আগুন Los Angeles faces another massive wildfire

লস অ্যাঞ্জেলেসের উত্তরে প্রায় ৩৫ মাইল দূরে অবস্থিত সান্টা ক্ল্যারিটা শহরের কাছেই রয়েছে কাস্টাইক হ্রদ। এই হ্রদ সংলগ্ন এলাকায় বহু মানুষের বাস। নতুন করে ছড়িয়ে পড়া আগুনে ইতিমধ্যেই ৯,৪০০ একর জমি পুড়ে গিয়েছে৷ ক্যালিফোর্নিয়া ফরেস্ট্রি ও ফায়ার প্রোটেকশন (CAL ফায়ার) জানিয়েছে যে, এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি৷ দমকা হাওয়ার দেরে ক্রমাগত আগুন ছড়িয়ে পড়ছে৷ আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। এলাকার বাসিন্দাদের যে কোনও মুহূর্তে বাড়ি ছাড়তে হতে পারে বলে সতর্ক করে দিয়েছে স্থানীয় প্রশাসন৷ তাঁরা যেন সাময়িক ভাবে প্রয়োজনীয় ওষুধপত্র, মূল্যবান সামগ্রী এবং পোষ্যদের নিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার জন্য প্রস্তুত থাকতে পারেন৷ 

আগুন নিয়ন্ত্রণের বাইরে Los Angeles faces another massive wildfire

কাস্টাইকের পিচেস জেলেও সতর্কতা জারি করা হয়েছে। যে কোনও মুহূর্তে জেলের ৪,৬০০ বন্দিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন হতে পারে। তার জন্য সারি দিয়ে বাস দাঁড় করানো রয়েছে৷ বুধবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে CAL ফায়ার ডিরেক্টর জো টাইলার বলেন, ‘‘এই অগ্নিকাণ্ড রুখতে শক্তিশালী পদক্ষেপ করা হয়েছে৷ উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে দক্ষতার সঙ্গে কাজ করছেন।” তবে, এখনও যে তাঁরা বিপদমুক্ত হতে পারেননি, সে বিষয়েও সতর্ক করে দেওয়া হয়েছে৷ 

Advertisements

চলতি মাসেই বিধ্বংসী আগুনের কবলে পড়েছিল লস অ্যাঞ্জেলেস। এই ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। আগুনে জ্বলে পুড়ে গিয়েছে কয়েক হাজার বাড়ি। গৃহহীন লক্ষাধিক মানুষ। আগুনের হাত থেকে রক্ষা পায়নি ‘হলিউড নগরী’৷ 

World: Wildfires consume vast areas north of Los Angeles, igniting near Castaic Lake and spreading rapidly due to strong winds. Thousands evacuated as firefighters struggle to control the blaze. Stay informed about the latest developments and safety measures.