Libya Floods: লিবিয়ায় ঝড়ে বাঁধ ভেঙে সমুদ্রে ভাসছে ৫ হাজার মানুষ, ২০০০ মৃত্যুর আশঙ্কা

উত্তর আফ্রিকার দেশ লিবিয়া বর্তমানে ভয়াবহ বন্যার (Libya Floods) কবলে পড়েছে। ড্যানিয়েল ঝড়ের পর দুটি বাঁধ ভেঙে যাওয়ার কারণে লিবিয়ার দেরনা শহরের পরিস্থিতি খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। 

Libya Floods

উত্তর আফ্রিকার দেশ লিবিয়া বর্তমানে ভয়াবহ বন্যার (Libya Floods) কবলে পড়েছে। ড্যানিয়েল ঝড়ের পর দুটি বাঁধ ভেঙে যাওয়ার কারণে লিবিয়ার দেরনা শহরের পরিস্থিতি খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে।  বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, লিবিয়ায় বন্যার কারণে দুই হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। প্রায় পাঁচ থেকে ছয় হাজার মানুষ নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

Advertisements

আল জাজিরা নিউজ চ্যানেল জানিয়েছে, ঝড়ের কারণে পাহাড় ঘেরা দারনা শহরের দুটি বাঁধ ভেঙে গেছে। বাঁধ ভাঙার কারণে প্রায় ৩৩০ লাখ ঘনমিটার পানি শহরে প্রবেশ করে, যা এই ধ্বংসযজ্ঞের কারণ হয়।

   

পূর্ব লিবিয়ার নিয়ন্ত্রণকারী লিবিয়ান ন্যাশনাল আর্মির মুখপাত্র আহমেদ মিসমারি একটি টিভি চ্যানেলকে বলেছেন যে দেরনার উপরে নির্মিত বাঁধ ভেঙে যাওয়ার পর মানুষ সাগরে ভাসছে। সোমবার টিভি চ্যানেল আল-মাসরের সঙ্গে আলাপকালে লিবিয়ার প্রধানমন্ত্রী ওসামা হামাদ এ তথ্য জানান। তিনি বলেন, পূর্বাঞ্চলীয় শহর দেরনায় এই ঝড়ের কারণে দুই হাজারের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। হাজার হাজার মানুষ নিখোঁজ।

দেরনাকে সরকার দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করেছে। এর আগে স্বাস্থ্যমন্ত্রী ওসমান আব্দুল জলিল সৌদি আরবের নিউজ চ্যানেল আল-আরাবিয়াকে এই দুর্যোগ সম্পর্কে বলেছিলেন যে দেরনায় বন্যার কারণে ২৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, সোমবার সকালে মানুষ ঘুমাচ্ছিল। এসময় প্রবল বেগে আসা পানি তাদের ঘরে ঢুকে পড়ে। জলস্তর ছিল ১০ ফুট উঁচু। এ ঘটনার পর পূর্ব লিবিয়ার পার্লামেন্টে তিন দিনের নীরবতা পালন করা হয়েছে।

জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, ক্ষতিগ্রস্তদের যথাযথ সহায়তা দেওয়ার চেষ্টা চলছে। কাতার থেকে লিবিয়ায় ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে।