“বিশ্বের সাতটি যুদ্ধ বন্ধ” করার পর আগামী ২ বছরের মধ্যে প্যালেস্তাইন-ইজরায়েল যুদ্ধ বন্ধের ‘আল্টিমেটাম’ দিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)! হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর গাজাবাসীকে (Gaza) অন্তিম সুযোগের হুঁশিয়ারি দিল ইজরায়েল!
“গাজা ছাড়ার এটিই শেষ সুযোগ। এরপরেও কেউ গাজার থাকলে তাঁদেরকে সন্ত্রাসবাদী হিসেবে গন্য করা হবে”, বলে হুঁশিয়ারি দিলেন ইজরায়েলের (Israel) প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েল কাৎজ। পাশপাশি তিনি আরও বলেন, কাটজ বলেন, মধ্য গাজাকে পশ্চিম উপকূলের সাথে সংযুক্তকারী নেটজারিম করিডোর দখল করে নিয়েছে সামরিক বাহিনী। যার ফলে উত্তর-দক্ষিণ গাজা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই এরপর গাজা শহর ছেড়ে দক্ষিণে যাওয়ার জন্য ইসরায়েলি সামরিক চেকপয়েন্টের মধ্য দিয়ে যেতে হবে।
প্রসঙ্গত, সেনাবাহিনীর দক্ষিণ গাজা থেকে উত্তরে যাতায়াতের জন্য শেষ পথটিও বন্ধ করে দেওয়ার কথা ঘোষণার কয়েক ঘন্টা পরেই এই হুঁশিয়ারি দেন কাৎজ।
নিজের মাটি ছেড়ে যেতে নারাজ গাজাবাসী
গাজা (Gaza) শহরের আল-শিফা হাসপাতালের মাঠে একটি তাঁবুতে আশ্রয় নেওয়া ৬০ বছর বয়সী রাবাহ আল-হালাবি বলেন, “যতই হুঁশিয়ারি আসুক না কেন, আমি যাব না। পরিস্থিতি সব জায়গাতেই এক”।
অবিরাম হয়ে চলা বিস্ফোরণের বর্ণনা দেওয়ার পর তিনি বলেন, “গাজা শহরের পরিস্থিতি দক্ষিণ গাজা উপত্যকার পরিস্থিতির থেকে আলাদা নয়। সব এলাকাই বিপজ্জনক, সর্বত্র বোমাবর্ষণ চলছে এবং বাস্তুচ্যুতি ভয়াবহ ও অপমানজনক। তিনি বলেন, “আমরা মৃত্যুর জন্য অপেক্ষা করছি, অথবা সম্ভবত ঈশ্বরের কাছ থেকে মুক্তি এবং যুদ্ধবিরতির জন্য অপেক্ষা করছি।”