সরকারি কাজে গাফিলতি, ৩০ জনকে মৃত্যুদণ্ড কিমের

কাজে গাফিলতির শাস্তি কেউ এতটা চরম হতে পারে সেটা কেউ কল্পনাও করতে পারবে না। হ্যাঁ, কিম জং উনের (Kim Jung un) উত্তর কোরীয়াতে সরকারি কাজে…

Kim jung orders death penalty to thirty governmentofficial for nagligance of work

কাজে গাফিলতির শাস্তি কেউ এতটা চরম হতে পারে সেটা কেউ কল্পনাও করতে পারবে না। হ্যাঁ, কিম জং উনের (Kim Jung un) উত্তর কোরীয়াতে সরকারি কাজে গাফিলতির শাস্তি মৃত্যুদণ্ড। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। সম্প্রতি কাজে গাফিলতির অভিযোগে ৩০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে উত্তর কোরীয়ায় (North Korea)। এই খবরটি প্রকাশ করেছে দক্ষিণ কোরীয়ার একটি সংবাদমাধ্যম। 

অপরাজিতা বিল পৌঁছবে মোদী-শাহের কাছে, কেন্দ্রের কোর্টে বল ঠেলতে কৌশল রাজ্যের?

   

সেখানে বলা হয়, সম্প্রতি প্রবল বন্যায় বিপর্যস্ত হয়ে উত্তর কোরীয়ার জনজীবন। বন্যায় মৃত্যু হয়েছে হবু মানুষের। কিন্তু সংবাদপত্রের দাবি, উত্তর কোরীয় প্রশাসন মনে করে একটু চেষ্টা করলেই হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারতেন ওই আধিকারিকেরা। কিন্তু তাদের গাফিলতির জন্যই ঘটেছে বড়সড় বিপর্যয়। সেইজন্যই ওই আধিকারিকদের মৃত্যুদণ্ড দেন কিম জং উন।

কাকদ্বীপে গিয়েও মিলল না স্বস্তি, ‘সন্দীপ ঘনিষ্ট’ বিরূপাক্ষের বিরুদ্ধে আন্দোলনে জুনিয়ার ডাক্তাররা

গত মাসে অর্থাৎ অগস্টেই কিমের ওই নির্দেশ পালন করা হয়েছে। ২০-৩০ জন সরকারি কর্মচারীকে হত্যা করেছে সরকার। তবে উত্তর কোরিয়া প্রশাসন সর্বক্ষেত্রেই চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখার কারণে, খবর প্রকাশ্যে আসেনি।

প্রতিবাদের আবহে শুরু পুজোর প্রস্তুতি, তৎপর লালবাজার-পুরসভা

দক্ষিণ কোরিয়ার ওই টিভি চ্যানেলটি তাদের সূত্র উদ্ধৃত করে এও জানিয়েছে, কঠোর শাস্তির হুমকি গত মাসেই দিয়ে দিয়েছিল কিম প্রশাসন। ওই মৃত্যুদণ্ড বলবৎ করতে একটি পলিটব্যুরো বৈঠকও ডাকেন তিনি। তারপরই ওই মৃত্যুদণ্ড কার্যকর হয়।