খাইবার পাখতুনখোয়ায় পাকিস্তানি বোমা হামলা: নিহত ৩০, আহত বহু

Khyber Pakhtunkhwa airstrike

ইসলামাবাদ: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাক বিমানবাহিনীর হামলা৷ সোমবার ভোররাতে মাত্রে দারা গ্রামের উপর আটটি বোমা নিত্রেফ করে বিমানবাহিনী৷ এই ঘটনা অন্তত ৩০ জনের মৃত্যুর খবর মিলেছে৷ নিহতদের মধ্যে রয়েছে নারী ও শিশু৷ বহু মানুষ আহত হয়েছেন বলে খবর৷ তবে আনুষ্ঠানিকভাবে আহতের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

মধ্যরাতে হামলা

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাত তখন ২টো৷ JF-17 যুদ্ধবিমান থেকে খাইবার পাখতুনখোয়ার উপর LS-6 ধরণের বোমা নিক্ষেপ করা হয়। হামলার পর গ্রামবাসীরা চরম আতঙ্কে পড়ে। স্থানীয়রা জানান, গ্রামে আতঙ্ক ছড়িয়েছে৷ চারিদিক ধ্বংস হয়ে গিয়েছে৷ আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যদিও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে। বোমাবর্ষণের ফলে বহু বাড়িঘর ধ্বংস হয়েছে৷ মারাত্মকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে৷ 

   

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিমানবাহী হামলার লক্ষ্য ছিল তাহরিক-ই-তালেবান পাকিস্তান (TTP)-এর গোপন আস্তানা। তবে নিহতরা সবাই সিভিলিয়ান, স্থানীয় সাধারণ মানুষ।

সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সামরিক অভিযান Khyber Pakhtunkhwa airstrike

খাইবার পাখতুনখোয়া প্রদেশটি আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন হওয়ায় সম্প্রতি এখানে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সামরিক অভিযান বেড়েছে। গত রবিবার, পাকিস্তানি সেনারা ডেরা ইসমাইল খানের জেলায় একটি গোয়েন্দা অভিযানে সাতজন TTP সন্ত্রাসবাদীকে হত্যার খবর দেয়। নিহতদের মধ্যে তিনজন আফগান নাগরিক এবং দুইজন আত্মঘাতী বোমা হামলাকারী ছিলেন।

সেপ্টেম্বর ১৩-১৪ তারিখে প্রদেশটিতে দুইটি পৃথক অভিযানে কমপক্ষে ৩১ জন TTP সন্ত্রাসবাদী নিহত হয়।

সম্প্রতি পাকিস্তানে সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে আফগান সীমান্তবর্তী প্রদেশগুলোতে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ গত সপ্তাহে সতর্ক করে বলেন, “আফগানিস্তানকে সিদ্ধান্ত নিতে হবে — সন্ত্রাসীদের পাশে দাঁড়াবে নাকি পাকিস্তানের পাশে”।

এই হামলার পর গ্রামবাসীরা আতঙ্কিত। রাতের অন্ধকারে হঠাৎ আঘাতের ফলে বহু পরিবার নিঃস্ব হয়ে গেছে। স্থানীয়দের জন্য মানবিক সহায়তা জরুরি হয়ে দাঁড়িয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন