Karachi Attack: পুলিশ সদর দফতরে একাধিক নিহত, জঙ্গি দমন অভিযান শেষ

আফগানিস্তানের শাসক তালিবান (Taliban) জঙ্গিরা পাক সরকারের বন্ধু। সেই সংগঠনটির পাক শাখা হল পাকিস্তানে নাশকতা ঘটিয়ে চলেছে। তেহরিক ই তালিবান পাকিস্তান জঙ্গিদের হামলায় করাচি সন্ত্রস্ত।…

Karachi Terror Attack

আফগানিস্তানের শাসক তালিবান (Taliban) জঙ্গিরা পাক সরকারের বন্ধু। সেই সংগঠনটির পাক শাখা হল পাকিস্তানে নাশকতা ঘটিয়ে চলেছে। তেহরিক ই তালিবান পাকিস্তান জঙ্গিদের হামলায় করাচি সন্ত্রস্ত। শুক্রবার করাচির পুলিশ সদর দফতরে তালিবান হামলা হয় (Karachi Attack)। জঙ্গি দমন অভিযান শেষ জানাচ্ছে পাকিস্তান রেডিও।

পাকিস্তানের বাণিজ্য রাজধানী তথা দেশটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর করাচি সহ সর্বত্র জারি হয়েছে সতর্কতা। করাচির পুলিশ সদর দফতরে হামলাকারী তালিবান জঙ্গি দমন অভিযান শেষ হয়েছে। রেডিও পাকিস্তান জানাচ্ছে, হামলাকারী ৫ তেহরিক ই তালিবান জঙ্গিকে খতম করা হয়। তবে এই অভিযানে আরও চার জন নিহত। এদের মধ্যে আছে দুজন কনস্টেবল, এক রেঞ্জার ও এক সাধারন নাগরিক। সবমিলে মোট ৯ জন মৃত। জানিয়েছেন করাচির পুলিশ প্রধান।

শুক্রবার জঙ্গিরা করাচিতে (Karachi) পুলিশ সদর দফতরে (police headquarters) হামলা চালায়। হামলার পর সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ জঙ্গি দমন অভিযানের নির্দেশ দেন। মুরাদ আলি শাহ বলেন, “আমি চাই অতিরিক্ত আইজির কার্যালয়ে হামলার অপরাধীদের গ্রেপ্তার করা হোক। পুলিশ প্রধানের কার্যালয়ে হামলা কোনও মূল্যে গ্রহণযোগ্য নয়।”

পাকিস্তানের সিন্ধ পুলিশের আইজি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন শনিবার জঙ্গি দমন অভিযান শেষ হয়েছে।