মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে চাঞ্চল্যকর মোড়। নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন। প্রেসিডেন্ট বাইডেনের (Joe Biden) বদলে কমলা হ্যারিস হতে পারেন পরবর্তী ডেমোক্র্যাট দলের তরফে প্রেসিডেন্ট পদপ্রার্থী। ভারতীয় বংশজাত কমলা বর্তমানে ভাইস প্রেসিডেন্ট।
রবিবার সন্ধ্যায় এই ঘোষণার পরে, বাইডেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে তার সমর্থন দিয়েছেন। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করা একটি চিঠিতে তিনি লিখেছেন প্রেসিডেন্ট হিসাবে কাজ করা তার জীবনের সবচেয়ে বড় সম্মান ছিল।
নির্বাচনে ডোমোক্র্যাট দল পুরনায় ক্ষমতা দখল করলে কমলা হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ভারতীয় বংশজাত প্রেসিডেন্ট। নির্বাচনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। তিনি পূর্বতন মার্কিন প্রেসিডেন্ট।
সম্প্রতি ইংল্যান্ডের জাতীয় নির্বাচনে সে দেশের প্রধানমন্ত্রী রিষি সুনাক ক্ষমতাচ্যুত হন। তিনি ছিলেন ইংল্যান্ডের প্রথম ভারতীয় বংশজাত প্রধানমন্ত্রী। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা দখলের লড়াইয়ে এলেন আরও এক ভারতীয় বংশজাত কমলা হ্যারিস।
বাইডেন বর্তমানে COVID-19 আক্রান্ত। গত18 জুলাই তিনি কোভিড -19 রোগী হিসেবে চিহ্নিত হন। অনুমান করা হচ্ছে করোনা আক্রান্ত হবার পরিচয় তিনি প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরলেন।
প্রাক্তন প্রেসিডেন্ট এবং রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে 28 শে জুন বিতর্কের পর থেকে জো বিডেনের উপর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ বাড়ছিল। তিনি লাগাতার ভুল ও বিতর্কিত মন্তব্য করছিলেন।