কোভিড সংক্রামিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, বয়সজনিত কারণেই উদ্বেগ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোভিডে আক্রান্ত। বুধবার লাস ভেগাসে ডেমোক্র্যাটদের প্রচার কর্মসূচিতে অংশ নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ভোটারদের একটি সভায় ভাষণ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু,…

joe biden tests covid positive , কোভিড সংক্রামিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোভিডে আক্রান্ত। বুধবার লাস ভেগাসে ডেমোক্র্যাটদের প্রচার কর্মসূচিতে অংশ নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ভোটারদের একটি সভায় ভাষণ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু, সেই সময়েই সভার উদ্যোক্তাদের কাছে বাইডেনের কোভিডে আক্রান্ত হওয়ার খবর আসে। তার পরই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়ের জানান প্রেসিডেন্ট করোনা আক্রান্ত।

শরীরে মারণ ভাইরাস শণাক্তের পরই লাস ভেগাস ছেড়ে ডেলাওয়ার উদ্দেশে রওনা দেন বাইডেন। জানা গিয়েছে, সেখানে নিজের বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছে তিনি। ভেগাস ছাড়ার সময় ৮১ বছর বয়সী এই ডেমোক্র্যাট নেতা মিডিয়াকে তাঁর লিমোজিন থেকে থাম্বস-আপ দেখান এবং বলেন, “আমি ভাল আছি”।

   

হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে যে, প্রেসিডেন্ট সর্দি, কাশিতে ভুগছিলেন, কোভিডের ওষুধ খাচ্ছিলেন এবং ডেলাওয়ারের রেহোবোথে তাঁর সৈকত বাড়িতে গিয়েছেন। সেকানেই নিভৃতবাসে থাকবেন প্রেসিডেন্ট বাইডেন। সেখান থেকেই যাবতীয় প্রশাসনিক কাজ পরিচালনা করবেন প্রেসিডেন্ট।

মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস? বাইডেনের বড় ইঙ্গিত

মঙ্গলবার একটি সাক্ষাত্কারের কয়েক ঘন্টা পরই বাডেনের শরীরে কোভিড জীবাণু ধরা পড়ে। সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে, তিনি রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে সরে যেতে পারেন যদি তিনি তেমন কিছু অসুস্থ বোধ করেন।

আগামী নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। চলছে নির্বাচনী প্রচার। তেমনই এক প্রচারে সদ্য গুলিবিদ্ধ হয়েছেন প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে ডেমোক্রেটিক পার্টির ভিতরেই ৮১ বছর বয়সি বাইডেনের উপর চাপ রয়েছে, সরে দাঁড়ানোর। তার উপর তিনি এখন কোভিড বাঁধালেন, ফলে আরও বেশি করে প্রশ্ন উঠে গেল তাঁর শারীরিক সুস্থতা নিয়ে।

এ দিকে, বিশ্বজুড়ে ফের বাড়ছে কোভিডে আক্রান্তের সংখ্যা। গত মাসে আমেরিকায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ১ শতাংশ। জরুরি বিভাগে ভর্তির সংখ্যা বেড়েছে ২৩ শতাংশ। সব মিলিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে ১৩ শতাংশ। তবে আক্রান্তের সংখ্যা বাড়লেও কোভিডে মৃত্যুর সংখ্যা কমেছে ২৫ শতাংশ।