প্রেসিডেন্ট নির্বাচনে আপাতত ডেমোক্র্যাটদের মুখ তিনি। তবে তাঁর প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে। দলের অন্দরের একাংশই জো বাইডেনকে সমর্থনে নারাজ। বর্ষীয়ান এই নেতাকে ভোট-ময়দান থেকে সরাতে মরিয়া প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। এককতায় ঘরে-বাইরে চাপের মুখে প্রেসিডেন্ট বাইডেন। বাস্তবতা আঁচ করতে পাচ্ছেন বাইডেন। ডেমোক্র্যাট দলের অন্দরের খবর, প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাইছেন জো বাইডেন! প্রেসিডেন্ট নির্বাচন থেকে নাম প্রত্যাহারের কথা ভাবছেন তিনি।
প্রেসিডেন্সিয়াল ডিবেটে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সামনে রীতিমতো নড়বড়ে দেখিয়েছে বাইডেনকে। এরপরই ডেমোক্র্যাটদের একাংশ দাবি তোলেন, প্রেসিডেন্ট নির্বাচন থেকে এবার সরে দাঁড়ান বাইডেন। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ওবামা থেকে প্রাক্তন স্পিকার ন্যান্সি পেলোসিও একই কথা বলেন। ৮১ বছর বয়সি নেতা কি আগামী চার বছর ধরে আমেরিকাকে পরিচালনার দায়িত্ব নিতে শারীরিকভাবে সক্ষম? তা নিয়েই ভুরি ভুরি প্রশ্ন উঁকি মারছে।
আরও নাস্তানাবুদ বাইডেন! প্রেসিডেন্টের লড়াই থেকে জো-কে সরাতে এবার মরিয়া ওবামা
এহেন পরিস্থিতিতেই জানা গিয়েছে যে, করোনা আক্রান্ত হয়েছেন বাইডেন। কয়েক দিন ডেলাওয়ারে নিজের বাসভবনে নিভৃতবাসে রয়েছেন তিনি। সেখান থেকেই যাবতীয় প্রশাসনিক কাজ পরিচালনা করছেন। নির্বাচনী প্রচারেও আপাতত তাঁকে দেখা যাচ্ছে না।
সূত্রের খবর নিভৃতবাসেই বাইডেন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিয়ে খুব গভীরভাবে ভাবনাচিন্তা করছেন। ডেমোক্র্যাট দলের এক সেনেটরের মতে, বাইডেনের প্রেসিডেন্ট ভোট থেকে সরে যাওয়া এককথায় নিশ্চিত। ঘোষণার অপেক্ষা মাত্র।