ওয়াশিংটন: প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন। চিকিৎসকদের মতে, ক্যান্সারটি এখন তাঁর শরীরে দ্রুত ছড়িয়ে পড়ছে এবং ইতিমধ্যেই হাড়ে পৌঁছে গিয়েছে।
প্রস্রাবজনিত সমস্যায় ভুগছিলেন বাইডেন
সরকারি সূত্রে জানা গিয়েছে, কিছুদিন ধরে প্রস্রাবজনিত সমস্যায় ভুগছিলেন বাইডেন। এরপর স্বাস্থ্য পরীক্ষা করানো হলে শুক্রবার তাঁর প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে। বর্তমানে কোন চিকিৎসা পদ্ধতি গ্রহণ করা হবে, তা নিয়ে আলোচনায় ব্যস্ত মেডিক্যাল টিম।
চিকিৎসকরা জানিয়েছেন, বাইডেনের ক্যান্সারটি হরমোন-সেনসেটিভ, অর্থাৎ হরমোন থেরাপির মাধ্যমে এর বিস্তার কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে শরীরের গুরুত্বপূর্ণ অংশে, বিশেষ করে হাড়ে ছড়িয়ে পড়ায় চিকিৎসা জটিল হবে বলেই মনে করা হচ্ছে।
গ্লিসন স্কোর ৯ Joe Biden diagnosed with cancer
প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নির্ধারক হলো গ্লিসন স্কোর। এটি ১ থেকে ১০-এর মধ্যে হয় এবং বোঝায় ক্যান্সার কোষগুলি কতটা সাধারণ কোষের মতো বা বিপজ্জনক। বাইডেনের ক্ষেত্রে এই স্কোর এসেছে ৯ (গ্রেড গ্রুপ ৫), যা অত্যন্ত আক্রমণাত্মক স্তর বলে বিবেচিত।
বাইডেনের বয়স বর্তমানে ৮২ বছর। তাঁর বয়স ও সামগ্রিক শারীরিক অবস্থা বিবেচনায় রেখেই চিকিৎসা শুরু হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ক্যান্সার ছড়িয়ে পড়ার যে গতি দেখা যাচ্ছে, তাতে দ্রুত সিদ্ধান্ত ও চিকিৎসা জরুরি হয়ে পড়েছে।
ক্যান্সার-সম্পর্কিত চিকিৎসার মুখোমুখি
উল্লেখযোগ্য, এর আগেও বাইডেন ক্যান্সার-সম্পর্কিত চিকিৎসার মুখোমুখি হয়েছেন। ২০২৩ সালে তাঁর বুকের কাছে একটি আঁচিলের অস্ত্রোপচার করা হয়েছিল, যা স্কিন ক্যান্সারের একটি রূপ ছিল। তবে সেই সময় সেটি সফলভাবে অপসারণ করা গিয়েছিল।
বর্তমানে বাইডেনের পরিবার ও মেডিক্যাল বিশেষজ্ঞরা একসঙ্গে বসে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা চূড়ান্ত করার চেষ্টা করছেন। পরিস্থিতির উপর নজর রাখছে হোয়াইট হাউসসহ রাজনৈতিক মহল।
World: Former US President Joe Biden diagnosed with prostate cancer, spreading to bones. Gleason score 9 indicates aggressive form. Treatment options being considered.