Japan: টোকিও শহরে আগুনে গলে দু-টুকরো জাপানি বিমান, তিন শতাধিক যাত্রী বাঁচলেন

জাপান (Japan) এয়ারলাইন্সের বিমান জ্বলে সম্পূর্ণ পুড়ে গেছে। গলে দু টুকরো হয়ে যাওয়া বিমানের তিন শতাধিক যাত্রী কোনওরকমে বেঁচে গেলেন। তবে চোখের সামনে বিমানটিকে জ্বলতে…

জাপান (Japan) এয়ারলাইন্সের বিমান জ্বলে সম্পূর্ণ পুড়ে গেছে। গলে দু টুকরো হয়ে যাওয়া বিমানের তিন শতাধিক যাত্রী কোনওরকমে বেঁচে গেলেন। তবে চোখের সামনে বিমানটিকে জ্বলতে দেখে তারা আতঙ্কিত। ভয়াবহ পরিস্থিতি জাপানের রাজধানী শহর টোকিওতে।

Advertisements

জাপান এয়ারলাইন্স জানিয়েছে, হানেদা বিমানবন্দরে অবতরণের পর বিমানটি জাপানের উপকূলরক্ষী বাহিনীর একটি বিমানকে ধাক্কা মারে। ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় ত্রাণ পৌঁছে দিয়ে উপকূলরক্ষী বাহিনীর বিমানটি হানেদা এয়ারপোর্টে নামে। সেই বিমানেই ধাক্কা মারে যাত্রীবাহী বিমান।

Advertisements

NHK জানিয়েছে, হানেদা বিমানবন্দরে অবতরণের পর বিমানটি অন্য একটি বিমানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে থাকতে পারে। জেএএল 516 প্লেনটি হোক্কাইডো থেকে উড়ে এসেছিল।

সোমবার জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্পের পর আরও ১৫৫বার মাটি দুলেছিল। সুনামির সতর্কতা জারি হয়েছিল। কয়েকটি উপকূলীয় এলাকায় সুনামি আঘাত করে। কমপক্ষে নিহত ৪৮ জন। আরও মৃত্যুর আশঙ্কা থাকছে। মঙ্গলবার বিদ্ধস্ত জাপানের বিমান বন্দরে জ্বলতে থাকা বিমানের ছবি আতঙ্ক আরও বাড়িয়েছে। ভিডিওতে দেখা গেছে বিমানটিতে আগুন জ্বলছে দমকলকর্মীরা আগুন নিভানোর চেষ্টা করার সাথে সাথে লোকেরা দৌড়ে বেরিয়ে আসছেন।