HomeTop Storiesজগন্নাথের মাহাত্ম্যেই বাঁচলেন ট্রাম্প! বড় দাবি ইসকনের, কেন?

জগন্নাথের মাহাত্ম্যেই বাঁচলেন ট্রাম্প! বড় দাবি ইসকনের, কেন?

- Advertisement -

কথায় আছে রাখে হরি, মারে কে! ডোনাল্ড ট্রাম্পের মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরায় এই হরিই হলেন জগন্নাথ দেব। এমনটাই দাবি করেছে ইস্কন (ISKON)। কলকাতার ইসকন মন্দিরের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন, জগন্নাথদেবের আশীর্বাদেই বেঁচেছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের প্রাণ। একসময় ভগবানের জন্য যা করেছিলেন ট্রাম্প, উল্টোরথের আগেই তারই প্রতিদান স্বরূপ প্রাণরক্ষা করলেন জগতের প্রভু, এমনটাই জানাল ইস্কনের। এই প্রসঙ্গে তিনি ৭০ দশকের একটি ঘটনার উল্লেখ করেছেন।

যুদ্ধে আর্থিক বিপর্যয়, ৪৬ হজার ইজরায়েলি কোম্পানি বন্ধ

   

মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে গুলি করা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে মার্কিন মুলুকে। সম্প্রতি পেনসেলভেনিয়ায় প্রচারে গিয়ে বন্দুকবাজের শিকার হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ভাগ্যের জোরে বেঁচে যান তিনি। ঘটনার জেরে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অবশেষে আততায়ী থমাস ক্রুককে গ্রেফতার করে এফবিআই। এই নিয়ে নিন্দার ঝড় উঠেছে মার্কিন মুলুকে।

 

ইস্কনের তরফে জানানো হয়েছে, ১৯৭৬ সালে ইস্কনের তরফে রথ যাত্রার আয়োজন করতে চেয়েছিল ইস্কন (ISKON) কিন্তু সেই সময় মার্কিন মুলুকে রথযাত্রার অনুমতি দিতে চাইছিল না তদকালীন রিচার্ড নিক্সন প্রশাসন। ইস্কনের দাবি, ১৯৭৬ সালে মার্কিন মুলুকে ইস্কন যখন কোথাওই রথ-নির্মাণের জন্য জায়গা খুঁজে পাচ্ছিলেন না, তখন ডোনাল্ড ট্রাম্প বিনামূল্যে রথ নির্মাণের জন্য তার ট্রেন ইয়ার্ড ব্যবহার করতে দিয়েছিলেন। আর এখনও রথযাত্রার সময়। আর ঠিক এখনই এমন আক্রমণ ট্রাম্পের উপর। আর একটুর জন্য নিজেকে রক্ষাও করতে পারলেন তিনি।

রাখে খ্রিষ্ট মারে কে…কারা গুলি করল ট্রাম্পকে? মার্কিন প্রেসিডেন্ট খুন নতুন কিছু নয়

সত্তরের দশকে নিউইয়র্কে রথ নির্মাণের জন্য জায়গা খুঁজছিল ইস্কন। কেউ কোথাও তাঁর অনুমতি দেয়নি। পরে জানা যায় সেই সময় ডোনাল্ড ট্রাম্প একটি রেল ইয়ার্ড কিনেছেন। সেখানেই রথ নির্মাণের জন্য ট্রাম্পের কাছে আবেদন করে ইস্কন কর্তৃপক্ষ। সেই আবেদন প্রত্যাখান করেননি তিনি। বরং জগন্নাথ দেবের রথ নির্মাণ করতে নিজের কেনা ওই রেল ইয়ার্ডের দরজা খুলে দিয়েছিলেন প্রাক্তণ মার্কিন প্রেসিডেন্ট।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular