পেজার-ওয়াকিটকি বিস্ফোরণে জঙ্গি মৃত্যুমিছিল, ইজরায়েলি বার্তা যুদ্ধের নতুন পর্ব

Israel cuts off GPS,

সরাসরি নয়। ইঙ্গিতে ইজরায়েল (Israel) জানিয়ে দিল তারাই লেবাননে (Lebanon) ধারাবাহিক পেজার বিস্ফোরণ (pager blast) ঘটেছে। বিবিসির বিস্ফোরণে হিজবুল্লাহ (Hezbollah) সংগঠনের অন্দরে মৃত্যুমিছিল চলছে। লেবাননের এই সংগঠনটি জঙ্গি তালিকাভুক্ত। তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ইজরায়েল। 

১৭ সেপ্টেম্বর হিজবুল্লাহ ঘাঁটি লেবাননে ধারাবাহিক পেজার বিস্ফোরণ ঘটে। বহু জখম। বাড়ছে নিহতের সংখ্যা। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানান, যুদ্ধের নতুন পর্ব শুরু হয়েছে।

   

ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের বিরুদ্ধেই লেবাননে ধারাবাহিক পেজার বিস্ফোরণের অভিযোগ। বিবিসি, আল জাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক  সংবাদমাধ্যমের প্রতিবেদন-প্রায় অপ্রচলিত পেজার। তবে এই ডিভাইস বহুল পরিমানে লেবাননে ব্যবহৃত হয়। পেজার ট্র্যাক করা যায় না। তাই পেজারে তথ্য আদানপ্রদান করে হিজবুল্লাহ।

তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, সম্প্রতি তাইওয়ান থেকে বিশেষ পদ্ধত্তির পেজার কিনেছিল হিজবুল্লাহ গোষ্ঠী। চালান হওয়ার আগে সেই পেজারগুলির ভিতর বিশেষ চিপ প্রতিস্থাপন করে ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ। এরপর পেজারের চালান চলে যায় লেবাননে। ১৭ সেপ্টেম্বর বিশেষ তরঙ্গ পাঠিয়ে পেজাপগুলিতে একযোগে বিস্ফোরণ ঘটানো হয়েছে।

ধারাবাহিক পেজার বিস্ফোরণের পরেই ১৮ সেপ্টেম্বর লেবানন জুড়ে ধারাবাহিক ওয়াকিটকি বিস্ফোরণ হয়েছে। নিহত অনেকে। শতাধিক মারাত্মক জখম। এটিও ইজরায়েলের পরিকল্পনা বলে মনে করা হচ্ছে। যে কোনও ডিভাইস ব্যবহারে লেবাননে চরম সতর্কতা জারি। মোবাইল, ল্যাপটপেও ধারাবাহিক বিস্ফোরণের আশঙ্কা থাকছে।

লেবাননে পরপর পেজার ও ওয়বিস্ফোরণের ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা পরে ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন যে এই অঞ্চলে তাদের যুদ্ধ একটি “নতুন পর্বে” প্রবেশ করছে। ইজরায়েলি সেনাদের দেশের উত্তরে সরানো হবে। বিমান বাহিনীর ঘাঁটি পরিদর্শন করে তিনি বলেন, আমরা যুদ্ধে একটি নতুন পর্ব শুরু করছি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন