দামেস্কে ইজরায়েলের বিমান হামলা, হিজবুল্লাহ গোয়েন্দা দফতর ধ্বংস

ইজরায়েলি সেনাবাহিনী সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কে এক বিমান হামলা (Israeli Airstrike) চালায়। এই হামলায় হিজবুল্লাহর সিরিয়া শাখার গোয়েন্দা সদর দফতর লক্ষ্য করা হয় বলে জানায়…

15 Killed in US Attack, ISIS Flag and Explosives Found in Vehicle

short-samachar

ইজরায়েলি সেনাবাহিনী সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কে এক বিমান হামলা (Israeli Airstrike) চালায়। এই হামলায় হিজবুল্লাহর সিরিয়া শাখার গোয়েন্দা সদর দফতর লক্ষ্য করা হয় বলে জানায় ইজরায়েলের সেনাবাহিনী। ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এই হামলায় হিজবুল্লাহর অন্তত দুই সদস্য নিহত হয়েছেন।

   

হামলার পরে ইজরায়েলি সেনাবাহিনীর একটি বিবৃতিতে বলা হয়, “দামেস্কে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দফতরে বিমান হামলা চালিয়ে তাদের গোয়েন্দা ক্ষমতা দুর্বল করার লক্ষ্যে অভিযান পরিচালিত হয়েছে।”

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, এই হামলা দামেস্কের দক্ষিণে সায়্যেদা জয়নাব এলাকার কাছে একটি বাড়িতে হয়, যা হিজবুল্লাহ ও ইরানের রেভল্যুশনারি গার্ড সদস্যদের ব্যবহৃত হতো। এছাড়াও, এলাকাটিতে হিজবুল্লাহর সমর্থক প্রো-ইরান গোষ্ঠীগুলির সদস্যরাও অবস্থান করত।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি একটি ‘বেসামরিক এলাকায়’ চালানো হয়েছিল এবং এতে ‘ব্যাপক সম্পত্তি ক্ষতি’ হয়েছে। তবে হতাহতের বিষয়ে কোনো মন্তব্য করেনি সিরিয়া।

স্থানীয় এক বাসিন্দা, মেহেদি মাহফুজ, বলেন, “আমি তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পেলাম, যার মধ্যে একটি বেশ শক্তিশালী ছিল। পরে দেখি, কালো ধোঁয়ার বিশাল মেঘ আকাশে উঠছে।”

সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা জানায়, স্থানীয় সময় বিকেল ৫:১৮ মিনিটে (গ্রিনিচ সময় ১৪:১৫) গোলান মালভূমির দিক থেকে ইজরায়েলি বিমান হামলা শুরু হয়।

এদিকে হামলার শব্দ ও বিস্ফোরণ দামেস্কের নিকটবর্তী জারামানা এলাকায়ও শোনা যায় বলে জানিয়েছেন এএফপির এক ফটোগ্রাফার। বিস্ফোরণের পরে ওই এলাকায় অ্যাম্বুলেন্সের গাড়ি চলাচল করতে দেখা যায়।

উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইজরায়েল সিরিয়ার অভ্যন্তরে কয়েকশো বার হামলা চালিয়েছে। এসব হামলায় সাধারণত সিরিয়ার সেনাবাহিনী এবং হিজবুল্লাহসহ ইরান সমর্থিত বিভিন্ন বাহিনীকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইজরায়েলের পক্ষ থেকে বলেছে, সিরিয়ায় অবস্থানরত ইরান সমর্থিত বাহিনী ইজরায়েলের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে এবং এসব হামলার মাধ্যমে ওই হুমকি মোকাবেলার চেষ্টা চালানো হচ্ছে।