মাত্র পাঁচদিন আগে উদ্বোধন! ইরাকে শপিং মলে ভয়াবহ আগুন, মৃত প্রায় ৫০

বাগদাদ: মাত্র পাঁচদিন আগে জমকালো উদ্বোধন হয়েছিল। আর তার মধ্যেই ভয়াবহ অগ্নিকাণ্ড! ইরাকের পূর্বাঞ্চলের কুত শহরে ‘হাইপার মল’ নামের একটি নতুন শপিং সেন্টারে বিধ্বংসী আগুনে…

Iraq Hyper Mall Fire

বাগদাদ: মাত্র পাঁচদিন আগে জমকালো উদ্বোধন হয়েছিল। আর তার মধ্যেই ভয়াবহ অগ্নিকাণ্ড! ইরাকের পূর্বাঞ্চলের কুত শহরে ‘হাইপার মল’ নামের একটি নতুন শপিং সেন্টারে বিধ্বংসী আগুনে (Iraq Hyper Mall Fire) মৃত্যু ও আহত মিলিয়ে প্রাণহানির সংখ্যা প্রায় ৫০ ছুঁয়েছে।

প্রায় ৫০ জনের মৃত্যুর আশঙ্কা

বুধবার গভীর রাতে আগুন লাগে ওই বহুতল বিপণি-কেন্দ্রে। দ্রুত ছড়িয়ে পড়া আগুনে মুহূর্তেই কার্যত ভস্মীভূত হয়ে যায় গোটা ভবন। ওয়াসিত প্রদেশের গভর্নর মহম্মদ আল-মিয়াহি জানান, “এখনও পর্যন্ত প্রায় ৫০ জনের মৃত্যুর আশঙ্কা বা গুরুতর আহত হওয়ার খবর মিলেছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।”

   

এএফপি জানাচ্ছে, দগ্ধ দেহ একের পর এক অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কুত শহরের হাসপাতালগুলোয় শুরু হয়েছে তীব্র চাপে চিকিৎসা পরিষেবা। আগুনের উৎস প্রথম তলায় বলে অনুমান করলেও, এখনও নিশ্চিতভাবে কারণ জানা যায়নি।

Advertisements

তিন দিনের শোক ঘোষণা

এই বিপর্যয়ের জেরে প্রদেশজুড়ে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, মল কর্তৃপক্ষ ও নির্মাণকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন।

অভিনব বিপণিকেন্দ্রটি কত দ্রুত জনপ্রিয় হচ্ছিল, সেটাই যেন এই ঘটনায় আরও বিষাদের রং মিশিয়ে দিয়েছে।