দীর্ঘ নাটকের যবনিকা পতন হল। এবার শেষমেষ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির (Ibrahim Raisi) মৃতদেহ মিলল। গতকাল রবিবারইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার ভেঙে পড়ে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, সামরিক বাহিনী ভেঙে পড়া হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে।
গতকাল ইব্রাহিম রাইসি ও বেশ কয়েকজন ইরানি কর্মকর্তাকে বহনকারী একটি হেলিকপ্টার একটি গ্রামীণ এলাকায় ভেঙে পড়ে বলে খবর। সেই সময়ে চপারে ছিলেন দেশের বিদেশমন্ত্রী সহ আরও অনেকে। শেষ পাওয়া খবর অনুযায়ী, কেউই বেঁচে নেই। এদিকে সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি ভাইরাল হতে দেখা গিয়েছে। এখন ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃতদেহও উদ্ধার করেছে উদ্ধারকারী দল।
এক আধিকারিক জানিয়েছেন, ‘দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার পুরোপুরি পুড়ে গেছে। দুর্ভাগ্যজনকভাবে সব যাত্রীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার ভোরে উদ্ধারকারী দলগুলো পূর্ব আজারবাইজান প্রদেশের ধ্বংসস্তূপের কাছে পৌঁছাতে রাতভর তুষার ঝড় ও দুর্গম ভূখণ্ডের মধ্য দিয়ে তল্লাশি চালায়।’
এদিকে হেলিকপ্টার ভেঙে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, বিদেশমন্ত্রী ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের মৃত্যুর পর দিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাসের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
#WATCH | The Iranian Embassy in Delhi has lowered its flag to half-mast following the death of Iranian President Ebrahim Raisi, Foreign Minister and other high-ranking officials in a helicopter crash. pic.twitter.com/xIhhnfapUT
— ANI (@ANI) May 20, 2024
#WATCH | Iran President Ebrahim Raisi, Foreign Minister died in a helicopter crash due to heavy fog in mountain terrain; Mortal remains of the deceased being retrieved
(Source: Screenshot from video shared by Iran’s Press TV) pic.twitter.com/gTWsmzkkCu
— ANI (@ANI) May 20, 2024