HomeTop Storiesতীব্র হচ্ছে ইরান-ইজরায়েল সংঘাত! মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের আশঙ্কা

তীব্র হচ্ছে ইরান-ইজরায়েল সংঘাত! মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের আশঙ্কা

- Advertisement -

যুদ্ধ (Iran-Israel Conflict) পরিস্থিতি মধ্যপ্রাচ্যে। হামাস নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর পর ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইরান। ফলে ইজরায়েল-হামাস যুদ্ধের পর এবার ইজরায়েল-ইরান যে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে তা আশঙ্কা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। আপাতত মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, যা আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলেছে।

ইরান-ইজরায়েল সংঘাতের ১০টি আপডেট

   

১) বৈরুতে হিজবুল্লাহর সামরিক প্রধান ফুয়াদ শুকরকে ইসরাইলি হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পর চলতি সপ্তাহে তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের ঘটনা প্রতিশোধের আওয়াজ জোরদার করেছে।

২) হিজবুল্লাহ গত অক্টোবর থেকে ইজরায়েলি বাহিনীর সঙ্গে প্রায় প্রতিদিনই সীমান্তে গোলাবর্ষণ করে আসছে। তাদের দাবি, হামাসের সমর্থনে কাজ করছে তারা। জঙ্গিগোষ্ঠীটি সাফ জানিয়ে দিয়েছে, উত্তর ইজরায়েলের বেইত হিলেলে কয়েক ডজন কাতিউশা রকেট নিক্ষেপ করেছে তারা। ইরানের প্রত্যক্ষ মদতের কারণেই একাজ করেছে তারা।

শিগগিরই গুগল বন্ধ হয়ে যাবে! ট্রাম্পের মন্তব্যে তুমুল শোরগোল

৩) যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স তাদের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে। পরিস্থিতি খুব একটা অনুকূল নয় বুঝতে পেরে বিমান সংস্থাগুলি ফ্লাইট বাতিল করেছে। কানাডা তাদের নাগরিকদের ইজরায়েলে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। কানাডার বক্তব্য, আঞ্চলিক সশস্ত্র সংঘাত নাগরিকদের নিরাপত্তাকে বিপন্ন করছে।

৪) ইজরায়েলে থাকা ভারতীয় নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখে সুরক্ষা প্রোটোকল মেনে চলতে বলা হয়েছে। বৈরুতের ভারতীয় দূতাবাস ভারতীয় নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লেবানন ভ্রমণ না করার কঠোর পরামর্শ দেওয়ার একদিন পরেই ইজরায়েলে ভারতীয় নাগরিকদের জন্য এই পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের লেবানন ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।

চমক দেখাচ্ছে চন্দ্রযান ৩, দারুণ খবর দিলেন ইসরোর বিজ্ঞানী

৫) পেন্টাগন জানিয়েছে, মার্কিন সেনাদের সুরক্ষা ও ইজরায়েলকে রক্ষার জন্য তারা মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করছে।

৬) যুদ্ধ শেষ করার প্রচেষ্টায় হানিয়া ছিলেন হামাসের প্রধান মধ্যস্থতাকারী। তাঁর হত্যাকাণ্ড কাতার, মিশরীয় এবং মার্কিন মধ্যস্থতাকারীদের যুদ্ধবিরতি এবং জিম্মি ও বন্দীদের বিনিময়ের প্রচেষ্টার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে।

৭) হামাস জানিয়েছে, হানিয়াহকে হত্যার তিন দিন পর নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে।

৮) তেহরানে হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি সত্ত্বেও ইরান সরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন জানিয়েছেন, তিনি এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে ‘খুবই উদ্বিগ্ন’।

সাতসকালে সুখবর, বাংলার ১০ জেলায় কমল পেট্রোলের দাম

৯) এদিকে ইজরায়েল তার শত্রুদের হুঁশিয়ারি দিয়ে বলেছে, যে কোনও ‘আগ্রাসনের’ জন্য তাদের ‘চড়া মূল্য’ দিতে হবে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক যে কোনও পরিস্থিতি মোকাবিলায় ইজরায়েল অত্যন্ত উচ্চ পর্যায়ের প্রস্তুতিতে রয়েছে।

১০) এই যুদ্ধের ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে গাজা। এলাকার বাসিন্দারা বাস্তুচ্যুত হয়েছেন। রাষ্ট্রপুঞ্জ শুক্রবার বলেছে, জনস্বাস্থ্যের পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular