নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ঘোষণা আজই? দৌড়ে এগিয়ে কে?

কাঠমাণ্ডু: লাগাতার অস্থিরতা আর সহিংস বিক্ষোভে জর্জরিত নেপাল। রাজধানী কাঠমান্ডুসহ একাধিক শহরে রাস্তায় রক্ত ঝরেছে, পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এখন সামনে সবচেয়ে বড়…

Interim government Nepal

কাঠমাণ্ডু: লাগাতার অস্থিরতা আর সহিংস বিক্ষোভে জর্জরিত নেপাল। রাজধানী কাঠমান্ডুসহ একাধিক শহরে রাস্তায় রক্ত ঝরেছে, পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এখন সামনে সবচেয়ে বড় প্রশ্ন— কে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারকে? সেই জট খুলতে শুক্রবার দুপুর দুইটেয় প্রেসিডেন্ট ভবন শীতল নিবাসে বসছে গুরুত্বপূর্ণ বৈঠক।

প্রেসিডেন্ট রামচন্দ্র পাওডেল, সেনাপ্রধান এবং জেন জেড আন্দোলনের তরুণ প্রতিনিধিরা বসবেন একই টেবিলে। তাঁদের লক্ষ্য, উত্তাল জনরোষ ও সাংবিধানিক অনিশ্চয়তার মাঝখান থেকে নতুন পথ খুঁজে বের করা।

   

কার্কির নামেই সর্বসম্মতি?

সূত্র বলছে, আলোচনার মূল ফোকাস প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি। বৃহস্পতিবারের বৈঠক যদিও অনিশ্চয়তায় আটকে গিয়েছিল, আজ বেশিরভাগ পক্ষই কার্কির নাম মেনে নিতে প্রস্তুত। আনুষ্ঠানিক ঘোষণা আজই হতে পারে। সত্যিই যদি তাই হয়, তবে নেপালের ইতিহাসে প্রথমবার এক নারী প্রধানমন্ত্রীর আসনে বসবেন।

তবু দ্বন্দ্ব রয়ে গিয়েছে Interim government Nepal

তবে প্রশ্ন রয়ে গিয়েছে, সংসদ ভাঙা হবে কি না। প্রেসিডেন্ট পাওডেল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সংসদ ভেঙে দিলে আরও বড় সাংবিধানিক সঙ্কট তৈরি হবে। জেন জেড প্রতিনিধিদের মধ্যেও এ নিয়ে মতভেদ। কেউ কেউ এমনকি প্রেসিডেন্টের পদত্যাগ চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই দাবি খারিজ হয়েছে। কারণ, তাতে দেশ একেবারে সাংবিধানিক শূন্যতায় পড়তে পারে।

Advertisements

বিক্ষোভ থেকে রাজনৈতিক মোড়

প্রসঙ্গত, ৮ সেপ্টেম্বর শুরু হয়েছিল এই আন্দোলন— প্রথমে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধকরণের প্রতিবাদে। কিন্তু মুহূর্তে তা রূপ নেয় দুর্নীতিবিরোধী জনআন্দোলনে। উত্তেজনায় পুড়েছে মন্ত্রীদের বাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে সংসদ ভবন। অবশেষে পদত্যাগ করতে হয় ওলিকে।

আজকের বৈঠককে ঘিরে তাই তীব্র প্রত্যাশা। প্রেসিডেন্ট ইতিমধ্যেই সাংবিধানিক বিশেষজ্ঞ ও রাজনৈতিক নেতাদের সঙ্গে পরামর্শ করেছেন। এখন নেপালের মানুষের চোখ শুধু একটাই প্রশ্নে, নতুন সরকার গড়ে দেশকে কোন পথে এগিয়ে নিয়ে যাওয়া হবে?

World: Nepal’s political crisis deepens as a meeting at the President’s Office aims to appoint an interim government leader. Former Chief Justice Sushila Karki is the likely choice to become the first female PM, following violent protests that forced the resignation of K.P. Sharma Oli.