কাঠমাণ্ডু: নেপালের অগ্নিগর্ভ পরিস্থিতির আঁচ লাগল ভারতীয় পর্যটকদের গায়ে। কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরে পূজা সেরে ফেরার পথে ভয়াবহ হামলার শিকার হলেন ৪৯ জন যাত্রী। ৯ সেপ্টেম্বর সোনৌলি সীমান্তের কাছে তাঁদের বাস ঘিরে ধরে বিক্ষুব্ধ জনতা। মুহূর্তের মধ্যেই শুরু হয় নির্বিচারে পাথর ছোড়া।
বাসচালক রামু নিশাদের গলায় ধরা পড়ে আতঙ্কের সুর। তিনি বলেন, “একেবারেই হঠাৎ করে হামলা হয়। কোনও উসকানি ছিল না। বাসে বয়স্ক মানুষ ছিলেন, নারী ছিলেন, তবুও কেউ রেহাই পাননি।”
নির্বিচারে আক্রমণ
পাথরের আঘাতে ভেঙে যায় বাসের জানলা। চারদিকে আতঙ্কে চিৎকার-চেঁচামেচি। ভাঙা কাচের ফাঁক দিয়ে রক্তাক্ত হন বহু যাত্রী। আহতদের দ্রুত নিয়ে যাওয়া হয় কাঠমান্ডুর হাসপাতালে। পরে ভারতীয় দূতাবাসের উদ্যোগে বিশেষ বিমানের ব্যবস্থা করে বাকিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়।
কিন্তু নেপালের পরিস্থিতি আরও ভয়ঙ্কর। পুলিশের তথ্য অনুযায়ী, দুর্নীতিবিরোধী আন্দোলনে মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৫১ ছাড়িয়েছে। সেনা নামানো হয়েছে রাজধানীসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে। তবুও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না।
পলাতক কয়েদি Indian tourists attacked in Nepal
অশান্তির সুযোগে ভেঙে পড়েছে কারাগার ব্যবস্থাও। শত শত কয়েদি পালিয়েছে বিভিন্ন জেল থেকে। সীমান্তরক্ষী বাহিনী (এসএসবি) জানাচ্ছে, ভারত-নেপাল সীমান্তের একাধিক চেকপোস্ট থেকে অন্তত ৬৭ জন পলাতক বন্দিকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে এক নারীও রয়েছেন।
রাজনৈতিক অচলাবস্থার জেরে এমনিতেই অনিশ্চয়তায় নিমজ্জিত দেশ। প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হয়েছেন কেপি শর্মা ওলি। এর মধ্যেই প্রাণহানির মিছিল, পর্যটক হামলার ঘটনা, সব মিলিয়ে নেপালের উত্তাল পরিস্থিতি আরও উদ্বেগ বাড়াচ্ছে।
World: Indian tourists returning from Pashupatinath temple were attacked in Nepal, with their bus stoned by protesters near the Sonauli border. The incident adds to the growing chaos in Nepal, where violent anti-corruption protests have left 51 dead and led to mass prison breaks.