মার্কিন মুলুকে স্বাস্থ্য বিমায় জালিয়াতি, FBI’র জালে বাংলার মেয়ে

মার্কিন মুলুকে স্বাস্থ্য বিমায় জালিয়াতিতে অভিযুক্ত বাংলার মেয়ে। রোগীদের বিলে কারচুপি করে মার্কিন স্বাস্থ্য বিমার তহবিল নয়ছয় করার অভিযোগ উঠেছে এই ভারতীয় বংশদ্ভূতের বিরুদ্ধে। অপরাধ…

অভিযুক্ত মোনা ঘোষ

মার্কিন মুলুকে স্বাস্থ্য বিমায় জালিয়াতিতে অভিযুক্ত বাংলার মেয়ে। রোগীদের বিলে কারচুপি করে মার্কিন স্বাস্থ্য বিমার তহবিল নয়ছয় করার অভিযোগ উঠেছে এই ভারতীয় বংশদ্ভূতের বিরুদ্ধে। অপরাধ প্রমাণিত হলে ১০ বছরের জেল হতে পারে বাঙালি মেয়ে ডা. মোনা ঘোষের।

ঢাকার গুলশানে জঙ্গি হামলার কালরাত পেরিয়ে তদন্ত কোন দিকে? বিশেষ নজরে বর্ধমান

   

তাঁর বিরুদ্ধে অভিযোগ রোগীদের বিলে কারচুপি করেই মার্কিন স্বাস্থ্য বিমার ২৪ লক্ষ ডলার লোপাট করেন তিনি। যদিও অনেক তদন্তের পর অবশেষে মুখ খোলেন তিনি। শিকাগোর বাসিন্দা বছর ৫১-র ওই চিকিৎসক পুলিশের জেরার মুখে দু’টি অভিযোগের ক্ষেত্রে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন বলে জানা গিয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানায়, এই রকম ১৩ টি জালিয়াতি মামলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

ভোট চাইছে বিশ্বের প্রথম এআই প্রার্থী!

প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ মোনা ঘোষ শিকাগোতে ‘প্রগ্রেসিভ উইমেন’স হেলথ কেয়ার’ নামে চিকিৎসাকেন্দ্রটি চালান। ওই বাঙালি চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘ দিন ধরে রোগীদের বিলে কারচুপি করে আমেরিকার জাতীয় স্বাস্থ্যবিমা থেকে ২৪ লক্ষ ডলার তুলে নেন তিনি। আমেরিকার আইন অনুযায়ী, প্রতিটি অপরাধের জন্য তাঁর ১০ বছর করে জেল হতে পারে। আগামী ২২ অক্টোবর তাঁর সাজার শুনানি শুরু হবে।

মেসিকে পারেননি, রাজনীতিতে মেরিনকে ঠেকিয়ে ফ্রান্সকে বাঁচাবেন এমবাপে?

আমেরিকান কংগ্রেস অব অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকলোজিস্ট-এর সদস্য মোনা ঘোষ শিকাগোর চিকিৎসক মহলে বেশ জনপ্রিয় বলে জানা গিয়েছে। কিন্তু তাঁর বিরুদ্ধেই রোগীদের বিলে প্রতারণা করার অভিযোগ ওঠায় অনেকেই বিস্মিত। আদালতে পেশ করা নথি অনুযায়ী, মোনা এবং তাঁর কর্মচারীরা মেডিকেড, ট্রাইকেয়ার এবং অন্যান্য বিমা সংস্থার কাছ থেকে প্রতারণা করে বেশি অর্থের বিল জমা দিয়ে সেই অর্থ দাবি করতেন বলে অভিযোগ। এই জালিয়াতি অধিকাংশই করা হয়েছে ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে। অকারণে রোগীকে জটিল রোগ চিহ্নিত করে বিমা সংস্থাগুলিকে রিপোর্ট পেশ করত তাঁর টিম।এই জালিয়াতির ঘটনায় শিকার হওয়া রোগীদের খুঁজে বের করতে সক্রিয়তা বাড়িয়েছে এফবিআই।