Canada: ভারতীয় দূতাবাসে খালিস্তানি হামলার চেষ্টা

শনিবার কানাডার টরোন্টোতে ভারতীয় দূতাবাসের বাইরে খালিস্তানপন্থী প্রতিবাদ দেখানো হয়। এবার ভারতের জাতীয় পতাকা নিয়ে পাল্টা মিছিল বার করল ভারতীয়রা।

একদিকে যখন খালিস্তানি সমর্থকরা তাদের পতাকা নিয়ে ভারতীয় দূতাবাসের বাইরে দাঁড়িয়ে, ঠিক তার উল্টোদিকে ভারতীয় তেরঙ্গা উড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন ভারতীয়রা। দুই পক্ষের একে-অপরকে দেখিয়ে বিক্ষোভের ভিডিয়ো এক মুহূর্তে সোশাল মিডিয়ায় ভাইরাল।

   

ভিডিয়োটি শেয়ার করা হয় নিউজ এজেন্সি ANI এর তরফে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, খালিস্তানি সমর্থকদের একটি দল রাস্তার একপাশে দাঁড়িয়ে খালিস্তানি পতাকা ওড়াচ্ছেন। ভিডিয়োতে এক পাগড়ি পরা ব্যক্তিকে জাতীয় পতাকাকে অপমান করতে দেখা যাচ্ছে।

সেই একই রাস্তার অপরদিকে ভারতীয়দের দেখা যাচ্ছে এর প্রতিবাদ করে পালটা বিক্ষোভ করতে। প্রতিবাদী ভারতীয়দের হাতে জাতীয় পতাকা নিয়ে দেখা যায়। সঙ্গে দেখা যায় একটি প্ল্যাকার্ড যেখানে লেখা রয়েছে, “খালিস্তানিরা সিখ নয়।“ কানাডায় থাকা ভারতীয়দের মুখে ‘ভারত মাতা’ এবং বন্দে মাতরম’এর স্লোগানও শোনা যায়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন