টেক্সাস: আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে ঘটে গেল এক রক্তহীম করা হত্যাকাণ্ড। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) শহরের ডাউনটাউন সুইটস মোটেল প্রাঙ্গণে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে খুন হলেন ৫০ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত চন্দ্রমৌলি নাগামাল্লাইয়া। নিজের স্ত্রী ও সন্তানের সামনেই আততায়ীর হাতে প্রাণ হারালেন তিনি।
ডালাস পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম ইওরদানিস কোবোস-মার্টিনেজ। তাকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়েছে এবং ক্যাপিটাল মার্ডার-এর অভিযোগে মামলা রুজু করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন, জামিনের কোনও সুযোগ নেই।
হত্যার শ্বাসরুদ্ধকর মুহূর্ত
পুলিশের এফিডেভিট অনুযায়ী, এক পরিচ্ছন্নতা কর্মীকে দেওয়া সামান্য নির্দেশই এই ভয়াবহ হত্যার সূচনা। মোটেলের এক কক্ষে পরিচ্ছন্নতার সময় নাগামাল্লাইয়া অভিযুক্ত ও তার এক মহিলা সহকর্মীকে বলেন, ভাঙা ওয়াশিং মেশিন ব্যবহার না করতে। তিনি সরাসরি না বলে ওই মহিলার মাধ্যমে কথা বলায় ক্ষিপ্ত হয়ে ওঠে কোবোস-মার্টিনেজ। কিছুক্ষণের মধ্যেই মাচেটি হাতে বেরিয়ে এসে নাগামাল্লাইয়ার উপর ঝাঁপিয়ে পড়ে সে।
আতঙ্কিত চন্দ্রমৌলি প্রাণ বাঁচাতে পার্কিং লটে ছুটে আসেন। সাহায্যের জন্য চিৎকার করলেও ততক্ষণে অভিযুক্ত পিছু ধাওয়া করে তাঁকে নির্মমভাবে কুপিয়ে ফেলে। স্ত্রী ও ছেলে ছুটে এসে বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁদের সরিয়ে দিয়ে হামলা চালাতে থাকে আততায়ী। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, একসময় অভিযুক্ত এতটাই উন্মত্ত হয়ে ওঠে যে মৃতদেহের মাথা লাথি মেরে দূরে সরিয়ে দেয় এবং পরে সেটি ডাম্পস্টারে ফেলে দেয়।
ভারতের প্রতিক্রিয়া Indian man killed in Dallas
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ভারত সরকার। হিউস্টনে ভারতের কনসুলেট জেনারেল সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে জানিয়েছে, “মি. চন্দ্র নাগামাল্লাইয়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে সবরকম সহায়তা করা হচ্ছে। অভিযুক্তকে ডালাস পুলিশ গ্রেফতার করেছে, আমরা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”
তদন্তে নতুন দিক
ঘটনার সময় নিকটেই উপস্থিত ছিল ডালাস ফায়ার-রেসকিউ টিম। তারা রক্তাক্ত অবস্থায় পালিয়ে যাওয়া অভিযুক্তকে অনুসরণ করে পুলিশের হাতে তুলে দেয়। প্রাথমিক জেরায় কোবোস-মার্টিনেজ খুনের দায় স্বীকার করেছে। তবে এটি পূর্বপরিকল্পিত ছিল কি না, তা এখনও স্পষ্ট করেনি পুলিশ।
ডালাসের ভারতীয় সম্প্রদায় এবং বৃহত্তর প্রবাসী মহল এই হত্যাকাণ্ডে স্তম্ভিত। প্রিয়জনের চোখের সামনে এমন নৃশংস হত্যার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। ইতিমধ্যেই ভারত সরকার ভুক্তভোগীর পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।
World: A shocking murder in Dallas, Texas. Indian man Chandramouli Nagammallaiya, 50, was brutally slain in front of his wife and son at a downtown motel. The suspect is in custody on capital murder charges.