Sunday, December 7, 2025
HomeWorldZimbabwe: বিমান ভেঙে নিহত ভারতীয় শিল্পপতি ও যাত্রীরা

Zimbabwe: বিমান ভেঙে নিহত ভারতীয় শিল্পপতি ও যাত্রীরা

- Advertisement -

জিম্বাবোয়েতে একটি হিরের খনির কাছে ভেঙে পড়ল বিমান। দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় খনি ব্য়বসায়ী হরপাল রনধাওয়া ও তাঁর পুত্র। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আরও ৪ জনের।তাদের মধ্যে ২ বিদেশিও ছিলেন। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, প্রযুক্তিগত কারণেই দক্ষিণ পশ্চিম জিম্বাবোয়ের মাশাভা এলাকায় ভেঙে পড়েছে বিমানটি।

রিওজিম সংস্থার মালিক হরপাল। ওই সংস্থা খনি থেকে সোনা, কয়লা উত্তোলন করে বিক্রি করে। পাশাপাশি নিকেল, তামাও উত্তোলন করে। গত শুক্রবার হারারে থেকে মুরওয়া হিরে খনিতে যাচ্ছিল হরপালের বিমানটি।সকাল ৬টায় বিমানটি উড়েছিল। স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে দুর্ঘটনাটি ঘটে।

   

জিম্বাবোয়ে পুলিশের তরফে মৃতদের তালিকা না পাওয়া গেলেও সাংবাদিক এবং চলচ্চিত্র নির্মাতা হোপওয়েল চিনোনো এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে হরপালের মৃত্যুর কথা জানিয়েছেন। তাঁর ছেলেও ওই দুর্ঘটনায় মারা গিয়েছেন বলে জানিয়েছেন তিনি। রণধাওয়া পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন।

রিওজিমের কোম্পানি সেক্রেটারি বলেছেন, একটি পূর্ণাঙ্গ বিবৃতি জারি করা হবে।রনধাওয়া ৪ বিলিয়ন মার্কিন ডলারের প্রাইভেট ফার্ম জিইএম হোল্ডিংসের প্রতিষ্ঠাতা ছিলেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular