“ঔরঙ্গজেবের আমলেই ভারতের ঐক্য ছিল”! বিস্ফোরক দাবী পাক প্রতিরক্ষা মন্ত্রীর

নয়াদিল্লি: ভারতের ঐতিহাসিক বিতর্ক উস্কে দিলেন পাকিস্তানের (Pakistan) প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ (Khawaja Asif)। পাকিস্তানের (Pakistan) একটি টেলিভিশন চ্যালেনের সাক্ষাৎকারে পাক-প্রতিরক্ষা মন্ত্রী বলেন, “ঔরঙ্গজেবের (Aurangzeb)…

নয়াদিল্লি: ভারতের ঐতিহাসিক বিতর্ক উস্কে দিলেন পাকিস্তানের (Pakistan) প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ (Khawaja Asif)। পাকিস্তানের (Pakistan) একটি টেলিভিশন চ্যালেনের সাক্ষাৎকারে পাক-প্রতিরক্ষা মন্ত্রী বলেন, “ঔরঙ্গজেবের (Aurangzeb) আমল ছাড়া ভারত আদপে কখনও ঐক্যবদ্ধ রাষ্ট্র ছিল না”। তিনি আরও দাবী করেন, “আল্লাহর নামে তৈরি হয়েছিল পাকিস্তান। দেশের অভ্যন্তরে যতই ভিন্নমত, বা লড়াই-অশান্তি হোক না কেন, ভারতের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করি”।

Advertisements

পাকিস্তানের (Pakistan) অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতিতে ভারতের ‘ঐক্য’ নিয়ে এই ধরণের মন্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবেই উস্কানিমূলক বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা হাসিল করা হোক বা তার পর থেকে সাত দশকেরও বেশি সময় ধরে স্থিতিশীল এবং ঐক্যবদ্ধ গণতন্ত্র হিসেবে এখনও টিকে রয়েছে ভারত। অন্যদিকে, একাধিক সামরিক অভ্যুত্থান এবং অভ্যন্তরীণ অশান্তির সাক্ষী থেকেছে ভারত। বর্তমানে পাক অধিকৃত কাশ্মীরের অশান্তি সেই সত্যেরই চরম উদাহরণ।

বিজ্ঞাপন

ইতিহাস-বিকৃত করার চেষ্টা পাক-প্রতিরক্ষা মন্ত্রীর

প্রসঙ্গত, মুঘল শাসনামলে ঔরঙ্গজেবের রাজত্বকালে সাম্রাজ্য প্রায় সমগ্র ভারতীয় উপমহাদেশ জুড়ে বিস্তৃত হয়েছিল। তবে, আকবরের শাসনামলে যেখানে শুধুমাত্র রক্তক্ষয়ী সংগ্রাম নয়, বরং ভারতীয় উপমহাদেশকে নিজেদের বাসস্থান হিসেবে বিবেছনা করে প্রজার হিতে কাজ করেছিল মুঘলরা, ঔরঙ্গজেবের (Aurangzeb) আমলে ছিল অবিরাম যুদ্ধ।

তা সত্ত্বেও স্থিতিশীলতার সঙ্গে দুর্দান্ত একীকরণও দেখা গিয়েছিল। তবে তারও আগে, ৩২২ থেকে ১৮৫ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মৌর্য সাম্রাজ্য ভারতীয় উপমহাদেশের বেশিরভাগ অংশকে একটি রাজ্যে একত্রিত করেছিল। এটি ছিল ভারতীয় উপমহাদেশের সর্বকালের বৃহত্তম সাম্রাজ্যগুলির মধ্যে একটি। অনেক পরে, গুপ্ত রাজবংশের সমুদ্রগুপ্ত এবং পুষ্যভূতি রাজবংশের হর্ষবর্ধনও প্রাচীন ভারতের বিশাল অংশে রাজনৈতিক ঐক্য এনেছিলেন।

খাজা আসিফের উদ্ভট দাবী!

বলা বাহুল্য, বিশ্বমঞ্চে পাকিস্তানকে একাধিকবার বিব্রত করেছেন পাক-প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ (Khawaja Asif)। গত মাসে, তিনি পাকিস্তানের বন্যা পরিস্থিতি মোকাবেলায় একটি অদ্ভুত সমাধান দেন তিনি। অপেক্ষাকৃত নিচু এলাকায় বাসিন্দাদের বন্যার জল ড্রেনে ফেলার পরিবর্তে “সংরক্ষণ” করার আহ্বান জানিয়েছিলেন খাজা আসিফ।

বন্যাকে “আশীর্বাদ” হিসেবে দেখার আহ্বানও জানান তিনি। অপারেশন সিঁদুরের সময় ব্রিটিশ সংবাদমাধ্যমের সাক্ষাৎকারেও উদ্ভট দাবী করেছিলেন খাজা আসিফ। ভারতীয় সেনার ৯ টি জঙ্গিঘাঁটি ধ্বংস করার বিষয়টিকে ‘মিথ্যা’ বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। শুধু তাই নয়, পাকিস্তান ভারতের একাধিক যুদ্ধবিমানকে ধ্বংস করেছে দাবী করে তার প্রমাণ হিসেবে ‘সমাজমাধ্যমের পোস্ট’-কে উল্লেখ করেন তিনি।