আফগানিস্তানে ৭.৫ টন ক্যানসারের ওষুধ পাঠাল ভারত

আফগানিস্তানের অসুস্থ মানুষের পাশে ফের একবার মানবিকতার হাত বাড়িয়ে দিল ভারত। যুদ্ধবিধ্বস্ত ও অর্থনৈতিক সংকটে জর্জরিত আফগানিস্তানে ক্যানসার রোগীদের চিকিৎসার জরুরি প্রয়োজন মেটাতে ৭.৫ টন…

india-sends-7-5-ton-cancer-medicines-to-afghanistan

আফগানিস্তানের অসুস্থ মানুষের পাশে ফের একবার মানবিকতার হাত বাড়িয়ে দিল ভারত। যুদ্ধবিধ্বস্ত ও অর্থনৈতিক সংকটে জর্জরিত আফগানিস্তানে ক্যানসার রোগীদের চিকিৎসার জরুরি প্রয়োজন মেটাতে ৭.৫ টন জীবনদায়ী ক্যানসারের ওষুধ পাঠাল ভারত সরকার। সম্প্রতি এই ওষুধের চালান কাবুলে পৌঁছেছে বলে জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক (MEA)।

Advertisements

বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “ভারত আফগানিস্তানের বন্ধুত্বপূর্ণ জনগণের পাশে থাকার প্রতিশ্রুতিতে অটল।” এই মানবিক সহায়তা শুধুমাত্র রাজনৈতিক কূটনীতির বিষয় নয়, বরং সাধারণ মানুষের জীবন বাঁচানোর একটি আন্তরিক প্রচেষ্টা বলেই ব্যাখ্যা করা হয়েছে।

   

কী ধরনের ওষুধ পাঠানো হয়েছে

সরকারি সূত্রে জানা গিয়েছে, এই ৭.৫ টন চালানে একাধিক গুরুত্বপূর্ণ অ্যান্টি-ক্যানসার ড্রাগ রয়েছে। তার মধ্যে প্যাকলিট্যাক্সেল (Paclitaxel)-এর মতো বহুল ব্যবহৃত কেমোথেরাপির ওষুধও আছে, যা স্তন ক্যানসার, ডিম্বাশয় ক্যানসারসহ বিভিন্ন মারাত্মক ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত হয়। কাবুলে পৌঁছনোর পর গুদামে সাজানো ওষুধের বাক্সে ভারতীয় পতাকা ও ওষুধের নাম স্পষ্টভাবে দেখা গিয়েছে, যা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

আফগানিস্তানে স্বাস্থ্য সংকট

২০২১ সালে তালিবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানের স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ এবং বিদেশি সহায়তা কমে যাওয়ার ফলে বহু হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে ওষুধের চরম অভাব দেখা দিয়েছে। বিশেষ করে ক্যানসারের মতো জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে।

এই পরিস্থিতিতে ভারতের পাঠানো ক্যানসারের ওষুধ হাজার হাজার রোগীর কাছে নতুন আশার আলো বলে মনে করছেন চিকিৎসক ও মানবাধিকার কর্মীরা।

১২৫ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা

ভারত এখনও পর্যন্ত আফগানিস্তানে প্রায় ১২৫ মিলিয়ন মার্কিন ডলারের মানবিক সহায়তা দিয়েছে বলে সরকারি হিসাব। তালিবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও, খাদ্যশস্য, ওষুধ, টিকা ও স্বাস্থ্যসামগ্রী পাঠিয়ে সাধারণ আফগান জনগণের পাশে দাঁড়িয়েছে নয়াদিল্লি। এই সহায়তা পুরোপুরি মানবিক ভিত্তিতে দেওয়া হচ্ছে বলেই বারবার স্পষ্ট করেছে ভারত সরকার।

আন্তর্জাতিক মহলে প্রশংসা

ভারতের এই উদ্যোগ আন্তর্জাতিক মহলে ও সামাজিক মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। এক্স (পূর্বতন টুইটার)-এ বহু ব্যবহারকারী ভারতের এই পদক্ষেপকে “বসুধৈব কুটুম্বকম” দর্শনের বাস্তব রূপ বলে উল্লেখ করেছেন। অনেকেই লিখেছেন, আঞ্চলিক উত্তেজনা ও বৈশ্বিক রাজনীতির টানাপোড়েনের মধ্যেও এত বড় মাত্রায় মানবিক সহায়তা খুব কম দেশই দিতে পেরেছে।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের সহায়তা ভারতের সফট পাওয়ার আরও শক্তিশালী করে। সরাসরি কূটনৈতিক স্বীকৃতি না দিয়েও মানবিকতার মাধ্যমে মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার কৌশল হিসেবে একে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে ধরা হচ্ছে।

সব মিলিয়ে, আফগানিস্তানে ৭.৫ টন ক্যানসারের ওষুধ পাঠিয়ে ভারত আবারও প্রমাণ করল যে মানবিকতার প্রশ্নে সে কোনও সীমান্ত মানে না। যুদ্ধ, রাজনীতি ও মতাদর্শের ঊর্ধ্বে উঠে অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ আন্তর্জাতিক পরিসরে ভারতের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করল বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

Advertisements