নয়াদিল্লি: উত্তর ভারতের পাহাড়ি রাজ্যগুলিতে টানা মুষলধারে বৃষ্টি এবং বড় বড় জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে শতদ্রু নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে চলেছে। এর ফলে সীমান্তবর্তী অঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতেই নয়াদিল্লি মানবিক কারণে পাকিস্তানকে আগাম সতর্কবার্তা পাঠিয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, বিদেশ মন্ত্রকের মাধ্যমে বুধবারের সম্ভাব্য বন্যা নিয়ে বিশেষ নোটিস পাঠানো হয়েছে ইসলামাবাদে।
আগেও পাঠানো হয়েছিল সতর্কতা
গত সপ্তাহেই ভারত তিনবার পাকিস্তানকে জানিয়েছিল তাওয়ি নদীতে প্রবল বন্যার সম্ভাবনা নিয়ে। এ বার শতদ্রু, বিপাশা, রবি সহ পাঞ্জাবের একাধিক উপনদীতে জল বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় পাকিস্তানকেও সতর্ক করা হয়েছে। কারণ, শতদ্রু এবং এর শাখা নদীগুলির প্রবাহ সরাসরি সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েছে। ফলে সেখানে প্রাণহানি ও সম্পত্তির ব্যাপক ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে।
তথ্য বিনিময় বন্ধ, কিন্তু মানবিক সতর্কতা অব্যাহত India Pakistan flood warning
উল্লেখযোগ্যভাবে, চলতি বছরের ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁও-এ সন্ত্রাসবাদী হামলায় ২৬ জনের মৃত্যু হয়- যার বেশিরভাগই ছিলেন পর্যটক৷ এর পর ভারত সিদ্ধান্ত নেয়, সিন্ধু জলচুক্তি অনুযায়ী পাকিস্তানের সঙ্গে নিয়মিত জলসম্পর্কিত তথ্য বিনিময় স্থগিত থাকবে। অর্থাৎ নদীর জলস্তর ও প্রবাহের নিয়মিত হাইড্রোলজিক্যাল ডেটা পাকিস্তানের হাতে আর যাবে না। তবু এইবারের সতর্কবার্তা পাঠানো হয়েছে শুধুমাত্র মানবিক কারণে, যাতে বন্যার আশঙ্কায় সীমান্তের ওপারে নিরীহ মানুষ প্রাণ হারান না।
সিন্ধু জলচুক্তির ঐতিহাসিক গুরুত্ব
১৯৬০ সালে বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে অন্যতম প্রাচীন এবং এখনও কার্যকর চুক্তি। এই চুক্তির আওতায় সিন্ধু অববাহিকার ছয়টি নদীর জল ভাগাভাগি ও তথ্য বিনিময়ের ব্যবস্থা গড়ে ওঠে। বহু যুদ্ধ ও রাজনৈতিক টানাপোড়েনের মাঝেও এই চুক্তি টিকে আছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে পারস্পরিক আস্থার সঙ্কটে তথ্য বিনিময় ও সহযোগিতা ক্রমশ ক্ষীণ হয়েছে।
কূটনৈতিক বার্তা ও বাস্তব সংকেত
ভারতের এই সতর্কবার্তা শুধু মানবিক উদ্যোগই নয়, কূটনৈতিক বার্তাও বটে। সীমান্ত পেরিয়ে প্রকৃতির দুর্যোগ আঘাত হানলে তার প্রভাব আটকানো কঠিন। সেক্ষেত্রে আগাম সতর্কতা জীবন বাঁচাতে পারে। একই সঙ্গে নয়াদিল্লির পদক্ষেপ প্রমাণ করছে যে, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক টানাপোড়েন সত্ত্বেও মানবিক দায়বদ্ধতাকে অগ্রাধিকার দিচ্ছে ভারত।
ভারত-পাকিস্তান সম্পর্ক নানা পর্যায়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে। কিন্তু শতদ্রু বাড়তে থাকা বন্যার ঝুঁকির সময় পাকিস্তানকে আগাম সতর্ক করে ভারত একদিকে প্রতিবেশী দেশের মানুষের সুরক্ষার কথা ভেবেছে, অন্যদিকে দেখিয়েছে-কঠিন কূটনৈতিক বাস্তবতার মধ্যেও মানবিক দায়িত্ব ভুলে যায় না নয়াদিল্লি।
World: India has issued a humanitarian flood warning to Pakistan as rising water levels in the Sutlej River pose a threat to border areas. Despite suspending regular data sharing under the Indus Water Treaty, New Delhi alerted Islamabad about potential flooding in the spirit of preventing loss of life.