ICE Attack: মার্কিন ইমিগ্রেশন সেন্টারে বন্দুকবাজের হামলায় গুরুতর জখম ৩, আশঙ্কা প্রাণহানির

ওয়াশিংটন: ট্রাম্পের দেশে অভিবাসীদের উপর আক্রমণের ঘটনা উত্তরোত্তর বাড়ছে। স্থানীয় সময় অনুযায়ী বুধবার সকালে আমেরিকার টেক্সসাসের ডালাস-স্থিত Immigration and Customs Enforcement (ICE) facility-তে আচমকা বন্দুকবাজের (Shooter) হামলায় গুরুতর আহত হয়েছেন তিন অভিবাসী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ইমিগ্রেশন সেন্টারে। রক্তাক্ত অবস্থায় আক্রান্তদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisements

জানা গিয়েছে, হামলার পর নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মঘাতি হয়েছে ওই বন্দুকবাজ। মার্কিন পুলিশ সূত্রে খবর, ইমিগ্রেশনে আটক হওয়া অভিবাসীদের কাউকে নির্দিষ্ট করে নয়, বরং এলোপাথাড়ি গুলি চালায় ওই বন্দুকবাজ। তবে ঘটনায় কোনও আধিকারিক আহত হননি বলে জানানো হয়েছে। ICE মুখপাত্রের তরফে ঘটনার বিস্তারিত জানানো না হলেও অভিবাসীদের বিরুদ্ধে ক্ষোভ থেকেই এই হামলা বলে মনে করা হচ্ছে।

আমেরিকার ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এক্সে লেখেন, “ঘটনার বিস্তারিত তথ্য এখনও আমাদের কাছে আসেনি। তবে আমি নিশ্চিত, একাধিক আহত এবং প্রাণহানির ঘটনাও ঘটেছে।” অন্যদিকে, মার্কিন উপ রাষ্ট্রপতি জেডি ভান্স এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, “ইমিগ্রেশন সেন্টারের উপর এরকম অতর্কিত হামলা বন্ধ হওয়া উচিৎ। আহতদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই”।

Advertisements

সিনেটর টেড ক্রুজ জানিয়েছেন, তিনি এবং তার দল “ডালাসের আইসিই (ICE) ডিটেনশন ফ্যাসিলিটির পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আমরা আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি, এবং ঘটনাস্থলে ছুটে আসা সাহসীদের প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ।” অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন “জঘন্য” গুলিবর্ষণের নিন্দা করে বলেন, “দুষ্ট, বিকৃত ব্যক্তিদের দ্বারা আইসিই এবং সমস্ত আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে আক্রমণের ঘটনা মোকাবেলায় আমরা চেষ্টা চালিয়ে যাব”।