কলকাতা: চিনে ফের নতুন করে মাথাচাড়া দিয়েছে ভাইরাস৷ হাসপাতাগুলিতে লম্বা লাইন৷ যা উস্কে দিয়েছে করোনার আতঙ্ক৷ সোশ্যাল মিডিয়াতেই প্রথম এই ভয়াবহ ভাইরাসের খবর প্রকাশ্যে আসে৷ বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, চিনে ভয়াবহ আকার নিয়েছে হিউম্যান মেটাপনিউমোভাইরাস (এইচএমপিভি)৷ এই ভাইরাসে আক্রান্তরা নাকি মৃত্যুর মুখেও ঢোলে পড়ছে৷ করোনার মতোই নাকি এর লক্ষণ৷ যা নিয়ে গোটা বিশ্বে আতঙ্ক তৈরি হয়েছে৷ এখন প্রশ্ন হল এই এইচএমপিভি কতটা ক্ষতিকারক? কী জানাচ্ছেন বিশেষজ্ঞরা ? (HMPV outbreak in China)
করোনার মতোই উপসর্গ HMPV outbreak in China
এইচএমপিভি-র উপসর্গগুলি অনেকটাই কোভিড-১৯ এর মতো। এই ভাইরাসে আক্রন্তদের মধ্যে শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়ছে। যা রীতিমতো ভয়ের কারণ হয়ে উঠছে। ভয়ে কাঁটা বিশ্বের অন্যান্য দেশ। কারণ, পাঁচ বছর আগে চিনের ইউহান প্রদেশ থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল করোনা ভাইরাস। এইচএমপিভি-র সংক্রমণের হারও বেশ বেশি। যা স্বাস্থ্য আধিকারিকদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে তুলেছে৷
অন্যান্য উপসর্গগুলি কী কী? HMPV outbreak in China
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হিউম্যান মেটাপনিউমোভাইরাস (Hmpv China)-র উপসর্গগুলির মধ্যে অন্যতম হল একটানা কাশি। সেই সঙ্গে বন্ধ নাক ও গলা ব্যাথা৷ আসতে পারে ধুম জ্বর। উল্লেখ্য বিষয় হল- করোনার মতো এই ভাইরাসও ফুসফুসে হানা দিচ্ছে৷ যার ফলে বাড়ছে শ্বাসকষ্টের সমস্যা৷ বহু রোগীর মধ্যে তীব্র মাথাব্যথার লক্ষণও দেখা যাচ্ছে। তবে কী ভাবে এই ভাইরাস সংক্রমিত হচ্ছে, সেই বিষয়ে নিশ্চিত হতে পারেননি বিশেষজ্ঞরা৷ তবে তাঁদের আশ্বাস, এইচএমপিভি গুরুতর নয়। তবে শিশুদের দ্রুত কাবু করে দিতে পারে। নিউমোনিয়া,ব্রঙ্কাইটিসে আক্রান্ত হতে পারে খুদেরা।
শিশু ও বয়স্করা দ্রুত আক্রান্ত HMPV outbreak in China
ডিরেক্টর জেনারেল অব হেলথ সার্ভিসের আধিকারিক ডঃ অতুল গোয়েল অবশ্য চিনা ভাইরাস নিয়ে চিন্তিত নন৷ তাঁর কথায়, “চিনে মেটানিউমোভাইরাস ছড়িয়ে পড়েছে। তবে একটা বিষয় বুঝুন যে, এটা আর পাঁচটা রেসপিরেটরি ভাইরাসের মতোই মেটানিউমোভাইরাস। এর উপসর্গগুলি ঠান্ডা লাগার মতোই। শিশু ও বয়স্করা দ্রুত এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন।”
World: A new virus surge in China, Human Metapneumovirus (HMPV), is causing hospital overcrowding and global fear reminiscent of COVID-19. Symptoms are similar to COVID-19, leading to severe respiratory issues. Experts express concerns over its spread.