পাকিস্তানে লাফিয়ে বাড়ছে হিন্দু জনসংখ্যা, কমছে মুসলিম

পাকিস্তানে বাড়ছে হিন্দু জনসংখ্যা। এছাড়াও শিখ, খ্রীষ্টানসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের জনসংখ্যাও বেড়েছে ভারতের প্রতিবেশী দেশটি। পাকিস্তান প্রশাসন সূত্রে জানা গিয়েছে গত ২০১৭ থেকে ২০২৩ সালের…

পাকিস্তানে বাড়ছে হিন্দু জনসংখ্যা। এছাড়াও শিখ, খ্রীষ্টানসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের জনসংখ্যাও বেড়েছে ভারতের প্রতিবেশী দেশটি। পাকিস্তান প্রশাসন সূত্রে জানা গিয়েছে গত ২০১৭ থেকে ২০২৩ সালের হিন্দু জনসংখ্যা ৩৫ লাখ থেকে বেড়ে ৩৮ লাখ হয়েছে। খ্রীস্টান জনসংখ্যা ২৬ লক্ষ থেকে বেড়ে ৩৩ লক্ষ হয়েছে। পাশাপাশি শতাংশ হিসেবে বেড়ে ১.২৭%থেকে ১.৩৭% শতাংশ হয়েছে। অন্যদিকে, শিখ এবং পারসি জনসংখ্যা কমে যথাক্রমে মাত্র ১৫৯৯৮ এবং ২৩৪৮ জন হয়েছে।

Advertisements

পড়ুয়াদের বিক্ষোভে রক্তাক্ত বাংলাদেশ, জীবন নিয়ে ফিরছেন ভারতীয় ছাত্র-ছাত্রীরা

বিজ্ঞাপন

পরিসংখ্যান অনুযায়ী, ভারতের এই প্রতিবেশী দেশে জনসংখ্যা বৃদ্ধির হার এখন ২.৫৫ শতাংশ, যা ভারত ও বাংলাদেশের থেকে অনেকটাই বেশি। পাকিস্তান জনসংখ্যা বৃদ্ধির হারে হ্রাস টানতে না পারলে ২০৫০ সালে দেশটির জনসংখ্যা দ্বিগুণ হয়ে যেতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

ক্ষতবিক্ষত বাংলাদেশ! সীমান্ত পেরিয়ে প্রাণভয়ে ভারতে ফিরছেন পড়ুয়ারা

দীর্ঘদিন ধরেই পাকিস্তানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলেছে ভারত। বিশেষ করে হিন্দুদের ওপর সেদেশে অত্যাচার নিয়ে আন্তর্জাতিকস্তরে সরব হয়েছে নয়াদিল্লি। একাধিক সংবাদমাধ্যমেও প্রতিবেশী দেশের হিন্দু সংখ্যালঘুদের ওপর অপহরণ ও ধর্মান্তকরণের একাধিক ঘটনা তুলে ধরা হয়েছে। কিন্তু এই নতুন পরিসংখ্যান সামনে আসায় সেদেশে মানবাধিকার ক্ষেত্রে নতুন আশার সঞ্চার হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আবার, হিন্দুরা সংখ্যায় বৃদ্ধি পেলেও শতাংশের হিসাবে ২০১৭-র তুলনায় ২০২৩-এ সামান্য হলেও কমেছে। ২০১৭-তে পাকিস্তানের মোট জনসংখ্যার ১.৭৩ শতাংশ ছিল হিন্দুরা। গত বছর তা কমে হয়েছে, ১.৬১ শতাংশ।

নাছোড় মুখ্যমন্ত্রী, রাজ্যপালের মানহানি মামলায় এবার ডিভিশন বেঞ্চে মমতা

এদিকে, হিন্দুরা সংখ্যায় বাড়লেও শতাংশের হারে জনসংখ্যা সামান্য কমেছে সংখ্যাগরিষ্ট মুসলিমরাও। ২০১৭ সালে মুসলিমরা ছিল জনসংখ্যার ৯৬.৪৭ শতাংশ যা ২০২৩-এ কমে হয়েছে ৯৬.৩৫ শতাংশ। বর্তমানে ওই দেশে হিন্দু ও খ্রীষ্টান সম্প্রদায়ের জনসংখ্যার মধ্যে খুব বেশি পার্থক্য নেই।