মুসলিম অধ্যুষিত তাজিকিস্তানে হিজাব নিষিদ্ধ

তাজিকিস্তানে (Tajikistan) হিজাব (Hijab) নিষিদ্ধ হতে চলেছে। সেদেশের সংসদের উচ্চকক্ষে পাস হয়েছে এই সংক্রান্ত বিল। পাশাপাশি খুশির ইদ ও বকরি ইদে রাস্তায় বেরিয়ে উদযাপনে মাততে…

Hijab banned in Muslim-majority Tajikistan

তাজিকিস্তানে (Tajikistan) হিজাব (Hijab) নিষিদ্ধ হতে চলেছে। সেদেশের সংসদের উচ্চকক্ষে পাস হয়েছে এই সংক্রান্ত বিল। পাশাপাশি খুশির ইদ ও বকরি ইদে রাস্তায় বেরিয়ে উদযাপনে মাততে পারবে না শিশুরা, এমন বিলও পাশ হয়েছে।

Advertisements

গত ৮ মে তাজিকিস্তান সংসদের নিম্নকক্ষে হিজাব (Hijab) সংক্রান্ত বিলটি পাস হয়েছিল। এবার উচ্চকক্ষেও পাশ হল এই বিল। বিলটিতে প্রথাগত পোশাক বিশেষত হিজাবকে নিশানা করা হয়েছে। হিজাবকে ‘এলিয়েনদের পোশাক’ বলেও উল্লেখ করা হয়েছে। হিজাব তাজিকিস্তানের সংস্কৃতির সঙ্গে ঠিক খাপ খায় না বলেও যেন দাবি তাদের। ইদ যাপনকেও বিদেশি সংস্কৃতি বলেও কটাক্ষ করা হয়েছে।

   

সরকারি ভাবে হিজাব নিষিদ্ধ করার সিদ্ধান্ত হলেও বহু বছর ধরেই তাজিকিস্তানে হিজাব নিষিদ্ধ। তবে তাতে আনুষ্ঠানিকবাবে কোনও সরকারি সিলমোহর ছিল না। পুরুষদের বড় দাড়ি রাখাও সেদেশে কার্যত নিষিদ্ধই। ২০০৭ সালে সেদেশের শিক্ষা মন্ত্রক ইসলামিক পোশাক ও মিনিস্কার্টের মতো পশ্চিমী পোশাক পড়ুয়াদের জন্য নিষিদ্ধ করেছিল।

তাজিকিস্তানের ৯৬ শতাংশেরও বেশি মানুষ মুসলিম। ২০০৯ সাল থেকে সেদেশের সরকারি ধর্ম ইসলাম। তবে এরই পাশাপাশি অন্যান্য ধর্মপালনের পূর্ণ স্বাধীনতাও দিয়েছে তাজিক প্রশাসন।